মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : মায়ানমারের ক্ষমতাধর সামরিক প্রধান সিনিয়র জেনারেল মিন অং হলাইং দেশকে গণতন্ত্রের পথে রাখার অঙ্গীকার করেছেন। গত কয়েক দশকের সেনা শাসনের পর অং সান সু চি’র বেসামরিক সরকার ক্ষমতা নেয়ার কয়েকদিন আগে তিনি এ অঙ্গীকার করলেন। গত রোববার মায়ানমারের সশস্ত্র বাহিনীর বার্ষিক সামরিক মহড়ায় মিন অং হলাইং বলেন, গণতন্ত্রায়নের পথে দুটি প্রধান অন্তরায় হলো আইনের শাসন মেনে না চলা ও সশস্ত্র বিদ্রোহের উপস্থিতি। এটা দেশকে গোলযোগপূর্ণ গণতন্ত্রের দিকে নিয়ে যেতে পারে। তিনি বলেন, এই দুটি প্রতিবন্ধকতা সঠিকভাবে মোকাবেলা করতে পারলে দেশ গণতন্ত্রের পথে এগিয়ে যাবে। ২০১১ সাল থেকে মায়ানমারে উল্লেখযোগ্য রাজনৈতিক সংস্কার শুরু হয় এবং একটি গতিশীল দেশে পরিণত হতে সামরিক সরকারের অধীনেই বিশ্বের সঙ্গে বিচ্ছিন্ন অবস্থা থেকে উত্তরণ ঘটতে থাকে। এরই ধারাবাহিকতায় গত নভেম্বরে নির্বাচন অনুষ্ঠিত হয় এবং এ নির্বাচনে সু চি’র ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি পার্টি জয় পায়। আগামীকাল বুধবার সেনা সমর্থিত বিদায়ী প্রশাসনের কাছ থেকে ক্ষমতা নেবে সু চি’র দল। ফলে দেশটিতে পাঁচ দশকেরও বেশি সময় ধরে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সামরিক শাসনের অবসান ঘটবে। বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।