মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
স্বস্তি নেই ভারত। পাকিস্তান, নেপাল ও চীনের পর এবার মায়ানমার সীমান্তেও সমস্যা দেখা দিয়েছে। সেখানে বিচ্ছিনতাবদীদের হামলায় তিন ভারতীয় সেনা নিহত হয়েছে। জানা যায়, মিয়ানমার সীমান্তবর্তী মণিপুর রাজ্যে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় তিন ভারতীয় জওয়ান নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন।
ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস-আইইডি বিস্ফোরণ ও গুলিতে ৪ আসাম রাইফেলসের এই সদস্যরা হতাহত হন বলে জানায় এই সময়।
বৃহস্পতিবার মিয়ানমার সীমান্তের কাছে মণিপুরের চান্দেল জেলায় প্রথমে আইইডি বিস্ফোরণ ঘটায় হামলাকারীরা। এরপর চালাতে থাকে এলোপাতাড়ি গুলি।
এ সময় পালটা গুলি ছোড়েন জওয়ানরাও। দুপক্ষের মধ্যে তীব্র গুলিবিনিময় হয়। গুলিবিদ্ধ হয়ে প্রাণ যায় আসাম রাইফেলসের অন্তত তিন জওয়ানের। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খবর পেয়েই ইম্ফল থেকে ১০০ কিলোমিটার দূরে ঘটনাস্থলে পৌঁছায় অতিরিক্ত বাহিনী।
স্থানীয় বিচ্ছিন্নতাবাদী কোনো সংগঠন এই হামলা চালিয়েছে বলে মনে করা হচ্ছে। তবে এখন পর্যন্ত কেউ দায় স্বীকার করেনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।