Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাব্বিরের মাঝে কোহলির ছায়া দেখলেন লায়ন!

স্পোর্টস রিপোর্টার, চট্টগ্রাম থেকে | প্রকাশের সময় : ৫ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম দিন ৬৬ রানের নান্দনিক এক ইনিংস খেলে শেষ পর্যন্ত অপরাজিত থেকেই দিন পার করেছেন বাংলাদেশের সাব্বির রহমান। সাব্বিরের নান্দনিক ইনিংসে ও মুশফিকুরের অপরাজিত ৬২ রানের সুবাদেই সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিন শেষে বাংলাদেশ ৬ উইকেটে তুলেছে ২৫৩ রান। এই চট্টগ্রামেই নিজের অভিষেক টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে হাফ সেঞ্চুরি তুলে ৬৪ রানে অপরাজিত ছিলেন সাব্বির। এবার আবারও বন্দরনগরীতে হাফ সেঞ্চুরির দেখা পেলেন তিনি। গত বছরের অক্টোবরে ইংল্যান্ডের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে অভিষেক ঘটেছিলো সাব্বিরের। ইংলিশদের বিপক্ষে ওই টেস্টের প্রথম ইনিংসে আট নম্বরে ব্যাট করতে নেমে ৩২ বলে ১৯ রান করেছিলেন এই ব্যাটসম্যান। তবে দ্বিতীয় ইনিংসে ১০২ বলে অপরাজিত ৬৪ রানের ইনিংস খেলেন তিনি। যদিও ওই টেস্টে ২২ রানে হেরে যায় বাংলাদেশ। তবে এবার প্রেক্ষাপট ভিন্ন। ইতোমধ্যে অজিদের বিপক্ষে ঢাকা টেস্ট জিতে নিয়েছে স্বাগতিকরা। তাই চট্টগ্রাম টেস্টের প্রথম দিন থেকেই উজ্জীবিত তারা। তামিম-সাকিব ব্যাট হাতে জ্বলে উঠতে না পারলেও মুশফিককে সঙ্গে নিয়ে সাব্বির ঠিকই জ্বলজ্বল করছেন। আর তাই তাকে ভারতীয় ব্যাটসম্যান বিরাট কোহলির সঙ্গে তুলনা করেছেন অজি বোলার নাথান লায়ন। সাব্বিরের ব্যাটিং ধরন, হাঁটা-চলা ইত্যাদি নাকি কোহলির মতো। দিন শেষে সংবাদ সম্মেলনে এমনটাই বলেন লায়ন। সাব্বির রহমানের ব্যাটিং দেখে লায়নের নাকি মনে পড়ে গেছে কোহলিকে! তবে লায়নের তুলনাটা আসলে রানে নয়, সাব্বিরের ব্যাটিং করার ধরণে।
মাত্র ১১৭ রানে বাংলাদেশের ৫ উইকেট পড়ে যাওয়ার পর উইকেটে গিয়ে নিজের সহজাত বাটিং করেন সাব্বির। চমৎকার সব শট খেলে দূর করেন চাপ। ৫ চার ও ১ ছক্কায় হাফসেঞ্চুরি করেন ৬২ বলে। সাব্বিরের ব্যাটিংটা সবচেয়ে ভালো বুঝছেন হয়তো লায়নই। প্রথম দিনেই তিনি শিকার করেন ৫ বাংলাদেশী ব্যাটসম্যানকে। দিনভর স্বাগতিক ব্যাটসম্যানদের ভোগালেও লায়নেরই ১৯ বলে সাব্বির করেন ২১ রান! বলা যায় লায়নকে ভোগান সাব্বির। তাই তো সংবাদ সম্মেলনে লায়ন বলেন,‘ সে ভালো ক্রিকেটার। ওকে দেখে আমার মনে পড়ছে বিরাট কোহলিকে। উপমহাদেশে কোহলি মনে হয় বেশ ভালো রোল-মডেল। তার ব্যক্তিত্বের প্রতিফলন আমি দেখেছি সাব্বিরের মা।ে যেভাবে সে উইকেটে চলাফরা করে, যেসব শট সে আজকে (কাল) খেলেছে। তা কোহলির মতই।’
তিনি আরও বলেন,‘আমরা দেখেছি, সাব্বির আসলে বেশি রক্ষণাত্মক শট খেলতে চায় না। দাপট দেখাতে চায় সাহসী ক্রিকেট খেলে। বেশ ভালো ব্যাট করেছে আজ। দারুণ সব শট খেলেছে।’
সাহসী ক্রিকেটাররা যুগে যুগে অস্ট্রেলিয়ান ক্রিকেটে বড় সম্মানের স্থান পেয়ে এসেছে। লায়ন জানান, সাব্বির সেই সম্মান আদায় করেছে খেলা দিয়েই। তার কথা,‘একটু ভাগ্যের সহায়তা সাব্বির পেয়েছে। তবে ক্রিকেটে ভাগ্য লাগেই। মাঠে নেমে খেলাটা উপভোগ করতে হবে। সাব্বির সেটা করে। বেশ ভালো ক্রিকেটার। আমাদের কাছ থেকে অবশ্যই সে অনেক সম্মান আদায় করে নিয়েছে।’
তবে লায়নের এমন প্রশংসায় চমকে না গিয়ে সাব্বির জানান, কোহলি কোহলির মতো, আর তিনি তার মতো। সংবাদ সম্মেলনে এক অস্ট্রেলিয়ান সংবাদকর্মী সাব্বিরকে বললেন লায়নের কথা। সমসাময়িক যে কোনো তরুণ ক্রিকেটারের জন্য কোহলির সঙ্গে তুলনা অনেকটা স্বপ্নের মতো। তবে সাব্বিরকে মনে হলো বেশ নির্লিপ্তই। তিনি বলেন,‘লায়ন গ্রেট বোলার। ৫ উইকেট পেয়েছে, ওকে অভিনন্দন। বিরাট কোহলির মত ব্যাটসম্যান এখনও আমি হতে পারিনি। চেষ্টা করলে অবশ্য সবই সম্ভব।’ সাব্বির যোগ করেন,‘তবে কোহলি কোহলিই, আমি আমার মতই। কোহলির সঙ্গে তুলনা বড় নয়। আমি আমার খেলা যদি খেলতে পারি বা দলে অবদান রাখতে পারি, সেটিই গুরুত্বপূর্ণ।’
স্কোর কার্ড
বাংলাদেশ-অস্ট্রেলিয়া, চট্টগ্রাম ২০১৭
টস : বাংলাদেশ
বাংলাদেশ ১ম ইনিংস রান বল ৪ ৬
তামিম এলবিডবিøউ ব লায়ন ৯ ৩৪ ০ ০
সৌম্য এলবিডবিøউ ব লায়ন ৩৩ ৮১ ২ ১
ইমরুল এলবিডবিøউ ব লায়ন ৪ ১১ ০ ০
মুমিনুল এলবিডবিøউ ব লায়ন ৩১ ৬৭ ২ ০
সাকিব স্টা. ওয়েড ব আগার ২৪ ৫২ ৩ ০
মুশফিক অপরাজিত ৬২ ১৪৯ ৫ ০
সাব্বির স্টা. ওয়েড ব লায়ন ৬৬ ১১৩ ৬ ১
নাসির অপরাজিত ১৯ ৩৩ ৩ ০
অতিরিক্ত (বা. ৫) ৫
মোট (৯০ ওভার, ৬ উইকেট) ২৫৩
বোলিং : কামিন্স ১৭-৪-৩৩-০, লায়ন ২৮-৬-৭৭-৫, ও’কিফে ২০-০-৭০-০, আগার ১৭-৬-৪৬-১, ম্যাক্সওয়েল ৩-০-৬-০, কার্টরাইট ৫-১-১৬-০।
উইকেট পতন : ১-১৩ (তামিম), ২-২১ (ইমরুল), ৩-৭০ (সৌম্য), ৪-৮৫ (মুমিনুল), ৫-১১৭ (সাকিব), ৬-২২২ (সাব্বির)।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লায়ন

১৫ অক্টোবর, ২০২০

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ