Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নোয়াখালী হাসপাতাল থেকে চিকিৎসাধীন রোহিঙ্গা যুবকের পলায়ন

নোয়াখালী ব্যুরো | প্রকাশের সময় : ৬ সেপ্টেম্বর, ২০২১, ১:৫০ পিএম

২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতাল থেকে চিকিৎসাধীন এক রোহিঙ্গা যুবক পালিয়েছে।

পলায়নকৃত মো.সালাম (২৫), কক্সবাজার উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের আব্দুস শুক্কুরের ছেলে।

সোমবার দুপুর ১২টার দিকে পুলিশের চোখ ফাঁকি দিয়ে ওই রোহিঙ্গা যুবক ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের রোহিঙ্গা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থা থেকে পালিয়ে যায়।

হাসপাতাল সূত্রে জানা যায়, গত শনিবার বিকেল ৫টার দিকে শারীরিক অসুস্থতা দেখিয়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের রোহিঙ্গা ওয়ার্ডে ভর্তি হন। সে কক্সবাজার উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে এখানে এসেছে বলে জানা যায়। নোয়াখালী জেনারেল হাসপাতালের রোহিঙ্গা ওয়ার্ডে ১ জন নায়েক ও ৪ জন করে পুলিশ কনস্টেবল সবসময় নিয়োজিত থাকে।

সুধারাম থানার ওসি সাহেদ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি আরও জানান, তাকে আটক করার জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পলায়ন

১৫ অক্টোবর, ২০২০

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ