Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ডাকাতি মামলার আসামির আদালত থেকে পলায়ন

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ২৩ ফেব্রুয়ারি, ২০২১, ৭:৫১ পিএম

আদালতের হাজতখানা থেকে হারুনুর রশিদ (২৭) নামের এক বন্দী পালিয়ে গেছেন। কেরানীগঞ্জ থানায় দায়ের করা এক মামলায় হাজিরার জন্য ওই বন্দীকে গতকাল মঙ্গলবার ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানায় নেয়া হয়। সকাল সাড়ে ১০টার দিকে তিনি হাজতখানা থেকে পালিয়ে যান বলে ঢাকা কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ জেল সুপার সুভাষ কুমার দাশ জানিয়েছেন।

তিনি বলেন, হারুনুর রশিদের বাড়ি ভোলার লালমোহন থানায়। তার বাবার নাম মফিজ মিয়া। তিনি গত বছরের ৮ ডিসেম্বর থেকে কারাগারে ছিলেন। তার বিরুদ্ধে কেরানীগঞ্জ ও রমনা মডেল থানায় হত্যা চেষ্টাসহ চুরি, ডাকাতির পাঁচটি মামলা রয়েছে।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মাহবুবুল ইসলাম বলেন, ওই ব্যক্তি পালিয়ে গেছেন বলে ধারণা করা হচ্ছে। পুলিশ তাকে খুঁজছে। রাত পর্যন্ত অপেক্ষা করা হবে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আদালত থেকে পলায়ন
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ