Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রেটিংয়ের চূড়ায় সাকিব-তামিম

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

শীর্ষে ছিলেন আগে থেকেই। এক নম্বরের ওপরে তো আর ওঠা যায় না! তবে রেটিং পয়েন্টে নিজেকে ছাড়িয়ে যাওয়া যায়। অস্ট্রেলিয়ার বিপক্ষে মিরপুর টেস্টের পারফরম্যান্স সাকিব আল হাসানকে নিয়ে গেল সেই উচ্চতায়। আইসিসি টেস্ট অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ে অর্জন করেছেন ক্যারিয়ারের সর্বোচ্চ রেটিং পয়েন্ট। মিরপুর টেস্টে দুই ইনিংসে ৫ করে উইকেট নিয়েছেন সাকিব। ব্যাট হাতে করেছেন ৮৪ ও ৫। অস্ট্রেলিয়ার বিপক্ষে এমন পারফরম্যান্সে এক টেস্ট থেকেই অর্জন করছেন ৫৮ রেটিং পয়েন্ট। টেস্ট শুরুর আগে ছিল ৪৩১, টেস্ট শেষে সাকিবের রেটিং পয়েন্ট ৪৮৯! এর আগে সাকিবের ক্যারিয়ার সর্বোচ্চ রেটিং পয়েন্ট ছিল এই বছরই জানুয়ারিতে নিউ জিল্যান্ডের বিপক্ষে ক্রাইস্টচার্চ টেস্ট শেষে ৪৪৩।
সাকিবের এই বড় লাফে র‌্যাঙ্কিং শীর্ষের মিউজিক্যাল চেয়ারের খেলাও আপাতত থামতে পারে। রবীন্দ্র জাদেজার সঙ্গে চলছিল তার তুমুল লড়াই। সবশেষ গত র‌্যাঙ্কিংয়ে মাত্র এক সপ্তাহের ব্যবধানে জাদেজার জায়গায় শীর্ষে উঠেছিলেন সাকিব। তবে এগিয়ে ছিলেন মাত্র ১ রেটিং পয়েন্টে। এবারের লাফের পর ভারতীয় অলরাউন্ডারের সঙ্গে সাকিবের ব্যবধান এখন ৫৯ রেটিং পয়েন্ট। অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ে তিন, চার ও পাঁচে আগের মতোই আছেন যথাক্রমে রবিচন্দ্রন অশ্বিন, মইন আলি ও বেন স্টোকস। বাংলাদেশের স্পিন ত্রয়ীর অন্য দুজনও এগিয়েছেন বোলিং র‌্যাঙ্কিংয়ে। মেহেদী হাসান মিরাজ এগিয়েছেন ৩ ধাপ, উঠেছেন ৩০ নম্বরে। ৪ ধাপ এগিয়ে ৩২ নম্বরে তাইজুল ইসলাম।
শুধু বল হাতেই নয়, এই অস্ট্রেলিয়াকে ঘায়েল করার টেস্টে ব্যাট হাতেও উজ্জ্বল ছিলেন সাকিব। বন্ধু তামিম ইকবালকে সঙ্গে নিয়ে নিজেদের পঞ্চাশতম টেস্ট সাফল্যে রাঙিয়েছেন এই অলরাউন্ডার। সেই পারফরম্যান্সের প্রতিফলন র‌্যাঙ্কিংয়েও। দুজনেই উঠেছেন ক্যারিয়ার সেরা অবস্থানে! বাংলাদেশের সফলতম টেস্ট ব্যাটসম্যান ও সফলতম টেস্ট বোলার র‌্যাঙ্কিংয়েও দুই বিভাগে এখন একই অবস্থানে। দুজনেই ১৪!
মিরপুর ব্যাটিং দুরূহ উইকেটে দুই ইনিংসে ৭১ ও ৭৮ রানের ইনিংস খেলেছেন তামিম। ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে ৬ ধাপ এগিয়ে উঠেছেন ১৪ নম্বরে। আইসিসি ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের কোনো ব্যাটসম্যানের সেরা অবস্থান এটিই। তবে ব্যাট হাতে ৮৪ রানের ইনিংস খেললেও এক ধাপ পিছিয়ে সাকিব নেমেছেন ১৭ নম্বরে। এক ধাপ পিছিয়ে ২৩ নম্বরে মুশফিকুর রহিম। ম্যাচের চতুর্থ ইনিংসে দারুণ সেঞ্চুরি করে সেরা দশে ঢুকেছেন ডেভিড ওয়ার্নার। পাঁচ ধাপ এগিয়ে অস্ট্রেলিয়ান ওপেনার এখন ছয়ে। মিরপুরে ভালো না করতে পারলেও শীর্ষস্থান ধরে রেখেছেন অধিনায়ক স্টিভেন স্মিথ।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তামিম

২৬ সেপ্টেম্বর, ২০২২
১৮ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ