বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
স্টাফ রিপোর্টার: বন্যার্তদের জন্য ১০ কোটি টাকার গ্রাণ বিতরণ শুরু করেছে বেসরকারি মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির (বিডিআরসিএস) মাধ্যমে এই ত্রাণ বিতরণ করা হচ্ছে। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (বিডিআরসিএস) এর সহায়তায় গ্রামীণফোন গত ২৩ আগস্ট থেকে অধিক ক্ষতিগ্রস্ত দশ জেলায় ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু করে। আগামী কয়েক সপ্তাহে ৫৩ হাজার এর বেশি পরিবারকে খাদ্য সামগ্রী সহায়তা ও ১২ হাজার রোগীকে স্বাস্থ্য সেবা প্রদান করা হবে। এ পর্যন্ত ৫ হাজার ১০০ বন্যাদুর্গত পরিবারকে ১৫ দিন চলার মতো খাদ্য সামগ্রী, পাঁচ জেলায় ৫ হাজার ৬৩২ পরিবারকে ৪৪ হাজার ৩৪৫ লিটার বিশুদ্ধ খাবার পানি ও ১ হাজার ৬৭৩ জন রোগীকে স্বাস্থ্যসেবা প্রদান করা হয়েছে। গ্রামীণফোনের কর্মীরাও বন্যার্তদের জন্য তহবিল সংগ্রহ করেছেন, যা কোম্পানির প্রদত্ত অর্থের সাথে যোগ করে ত্রাণ প্রদান করা হবে। এছাড়াও বিভিন্ন এলাকার গ্রামীণফোন কর্মীরা ত্রাণ বিতরণে বিডিআরসিএস কে সহায়তা করছেন। গ্রামীণফোন দেশের বন্যা দূর্গত মানুষের পাশে দাড়াতে প্রতিশ্রুতিবদ্ধ। প্রতিষ্ঠানটি তার সামাজিক দায়িত্বশীলতার অংশ হিসেবে বছরের শুরুর দিকে সিলেটে বন্যা, ঘূর্নিঝড় মোরা এবং পার্বত্য চট্টগ্রামে ভূমিধ্বসের সময় ক্ষতিগ্রস্তদের সহায়তা করেছে। এদিকে গ্রামীণফোনের কর্মীরা এই প্রাকৃতিক বিপর্যয়ের মুখে নেটওয়ার্কের সেরা মান বজায় রাখতে দিন রাত অক্লান্তভাবে পরিশ্রম করে চলেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।