২০৩৫ সালের মধ্যে মাত্রাতিরিক্ত মোটা হবেন ৪০০ কোটি মানুষ
২০৩৫ সালের মধ্যে মাত্রাতিরিক্ত ওজন বা মোটা হবেন বিশ্বের অর্ধেকেরও বেশি মানুষ। সংখ্যার বিচারে যা
গর্ভাবস্থায় কিংবা শিশুর জন্মের সময় একাধিক সমস্যার কারণে মস্তিষ্কের বিকাশ বাঁধাগ্রস্ত হয় তবে তাকে সেরেব্রাল পালসি(সিপি) বা মস্তিস্ক জনিত অবশতা বলে। এর ফলে শিশু স্বাভাবিকভাবে নড়াচড়া করতে পারেনা, মাংসপেশির নিয়ন্ত্রণ থাকেনা, মাংশপেশি দুর্বল থাকে, রিফ্লেক্স ঠিক থাকেনা, স্বাভাবিক অঙ্গভঙ্গি এবং ভারসাম্যে সমস্যা থাকে। এছাড়াও অনুভূতিজনিত, চিন্তাগত, বুদ্ধিগত কিংবা উপলব্ধিগত সমস্যা থাকে যা একটি শিশুর জীবনকে বাঁধাগ্রস্ত করে। এই অবস্থায় আক্রান্ত শিশুর জন্যে অকুপেশনাল থেরাপি অপরিহার্য হয়ে পরে।
অকুপেশনাল থেরাপি চিকিৎসা বিজ্ঞানের এমন একটি শাখা যা সেরেব্রাল পালসিতে আক্রান্ত ব্যক্তির শারীরিক, মানসিক, চিন্তা এবং উপলব্ধিগত, সামাজিক, দৈনিক কাজে সক্ষমতা বাড়িয়ে শিশুটির জীবনযাপনকে যথাসম্ভব স্বাবলম্বী, আনন্দদায়ক এবং উপভোগ্য করে তোলেন।
অকুপেশনাল থেরাপিসটের উদ্দেশ্য থাকে যাতে বাড়িতে, বিদ্যালয়ে, পাবলিক এবং কর্ম পরিবেশে তার কর্ম দক্ষতা সর্বাধিকভাবে বৃদ্ধি করতে পারে। এজন্য অকুপেশনাল থেরাপিসট রোগীকে বিভিন্ন ছোটবড় অর্থবহ এবং উদ্দেশ্যমূলক কাজের মাধ্যমে উপযুক্ত পরিবেশে খাপ খাওয়ানোর পন্থা অবলম্বন করেন।
যেহেতু অকুপেশনাল থেরাপি চিকিৎসার মাধ্যমে হচ্ছে উদ্দেশ্যমূলক ও অর্থবোধক কাজে অংশগ্রহণ করানো। তাই একজন অকুপেশনাল থেরাপিসট সেরেব্রাল পালসিতে আক্রান্ত ব্যক্তিকে পরিবেশ অনুযায়ী বিভিন্ন কাজে স্বাবলম্বী করে তোলার চেষ্টা করেন। যেমন-
বাড়িতে:
ক্স খাওয়া দাওয়া
ক্স জামাকাপড় পরিধান
ক্স সাজগোজ করা
ক্স দাঁত ব্রাশ করা
ক্স গোসল করা
ক্স হাতের লেখা
ক্স জিনিসপত্র ধরা
ক্স খেলাধুলা করা
ক্স কম্পিউটার ব্যবহার
ক্স টেলিফোন ব্যবহার
ক্স পরিবার এবং সেবাশুশ্রূষাকারীর সাথে
পারস্পরিক ভাব বিনিময়
ক্স নিজের খাবার প্রস্তুত করা
ক্স ঘর গুছানো
ক্স সহায়ক সামগ্রী ব্যবহার
বিদ্যালয়ে :
ক্স কক্ষের দরজা খোলা
ক্স টেবিল কিংবা ডেস্কে বসা
ক্স হাতের লেখা
ক্স টয়লেট উপযুক্তভাবে ব্যবহার
ক্স যানবাহনে ভ্রমণ করা
ক্স বই পড়া এবং সরবরাহ করা
ক্স শারীরিক প্রতিবন্ধকতা জয় করা
ক্স শিক্ষক, সহপাঠীদের সাথে ভাবের আদান প্রদান
ক্স বিদ্যালয়ের কাজসমূহে অংশগ্রহণ করা
ক্স বাড়ির কাজ, এসাইনমেন্ট শেষ করা
আয়বর্ধনমূলক কাজে:
ক্স ফোন ব্যবহার
ক্স বিশেষ কাজে বিশেষ যন্ত্রপাতির ব্যবহার
ক্স কম্পিউটার ব্যবহার
ক্স সামাজিক যোগাযোগ দক্ষতা
ক্স চাকুরি দক্ষতা
সমাজে :
ক্স জনপথে চলাচল করা
ক্স যানবাহন ব্যবহার
ক্স গাড়ি চালানো
ক্স কেনাকাটা
ক্স সামাজিক ব্যক্তির সাথে যোগাযোগ
ক্স সমাজের গুরুত্বপূর্ণ সম্পদ চিহ্নিত এবং ব্যবহার করা
একজন সেরেব্রাল পালসিতে আক্রান্ত ব্যক্তি অকুপেশনাল থেরাপি চিকিৎসার মাধ্যমে তার সামগ্রীক পরিবর্তন এনে দৈনিক জীবনযাপনকে করতে পারেন সুন্দর এবং সুখময়।
ষ শম ফারহান বিন হোসেন
ক্লিনিক্যাল অকুপেশনাল থেরাপিসট,
সিআরপি-মিরপুর, ঢাকা।
মোবাইলঃ ০১৬৮৫৬৫৬১৯৯
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।