২০৩৫ সালের মধ্যে মাত্রাতিরিক্ত মোটা হবেন ৪০০ কোটি মানুষ
২০৩৫ সালের মধ্যে মাত্রাতিরিক্ত ওজন বা মোটা হবেন বিশ্বের অর্ধেকেরও বেশি মানুষ। সংখ্যার বিচারে যা
লেজার সম্পর্কে আমরা জানি এক ধরনের আলোক রশ্মি। এই আলোক রশ্মির মাধ্যমে চিকিৎসা পদ্ধতির নাম লেজার চিকিৎসা। আজ এই চিকিৎসা উন্নত বিশ্বের মতো আমাদের দেশেও ব্যাপক হারে ব্যবহৃত হচ্ছে। ১০৬৪ ওয়েব লেঙ্গথের লেজার দিয়ে স্থায়ীভাবে শরীরের অবাঞ্ছিত লোম নির্মুল করা হয়। আবার শিশুর জন্ম দাগ দুর করতেও লেজার ব্যবহার করা হয়। বর্তমানে বাংলাদেশে লেজার চিকিৎসা হচ্ছে। যেসব ক্ষেত্রে লেজার চিকিৎসা কার্যকর সেগুলো হচ্ছে-
¢ মহিলাদের অবাঞ্ছিত লোম দুর।
¢ ব্রণ ও চিকেন পক্সের কারনে মুখের সৃষ্ট গর্ত দূর করতে।
¢ অ্যান্টিবায়েটিক ছাড়া ব্রনের কার্যকর চিকিৎসা।
¢ মুখের বিভিন্ন কালো দাগ বা মেছতা দুর।
¢ বিভিন্ন চর্মরোগ , সোরিয়াসিস, একজিমা, ত্বকের কাটা কিংবা ক্ষত চিকিৎসা।
¢ মুখের বলি রেখা, তিল, অস্বাভাবিক কোন টিউমার দূর করা।
¢ আগুন অথবা এসিডের মাধ্যমে মুখমন্ডল শরীর পুড়ে গেলে ক্ষতের কার্যকর চিকিৎসা।
¢ বিভিন্ন চর্মরোগ ছাড়াও নাক, কান, গলা, কিডনি, এবং প্রোস্টেটের বিভিন্ন অপারেশন, আর্থোপেডিক্স ও স্পাইনাল সার্জারী, বিভিন্ন গাইনি সার্জারী, চোখ, এবং অন্যান্য সার্জারীতে
¢ লেজার ফটোডাইনামিক থেরাপি এবং মেলানোসাইট ট্রান্সপ্নানটেশনের মাধ্যমে অধিকাংশ শ্বেতী রোগে সম্পূর্ন নিরাময়।
¢ লেজার চিকিৎসার একটা বিশেষ বৈশিষ্ট্য হলো কাটা ছেড়া ছাড়া, প্রায় সম্পূর্ন ব্যাথাহীন এবং অজ্ঞান না করে ও হাসপাতালে ভর্তি না থেকে চিকিৎসা সম্ভব। বর্তমানে বাংলাদেশে উন্নতমানের চিকিৎসা হচ্ছে। ভাল চিকিৎসাকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা করা উচিৎ।
ড. এস,এম বখতিয়ার কামাল
সহকারী অধ্যাপক (চর্ম, যৌন, এলার্জি)
ঢাকা মেজিকেল কলেজ হাসপাতাল
কামাল স্কিন সেন্টার
মোবাঃ ০১৭১১৪৪০৫৫৮।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।