Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

করোনা রোগীর সেবায় যুক্ত হয়েছে ‘মিউজিক থেরাপি’

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১১ নভেম্বর, ২০২০, ১২:০১ এএম

করোনা ভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউ বিশ্বজুড়ে নতুন করে আতঙ্ক ছড়িয়েছে। প্রতিদিনেই নতুন করে বেড়েই চলছে করোনায় আক্রান্তের সংখ্যা। এমন পরিস্থিতিতে করোনা মোকাবেলায় নতুন নতুন কৌশল বের করছে চিকিৎসকরা। হাসপাতালে রোগীকে মানসিকভাবে সুস্থ রেখে করোনার সঙ্গে লড়তে করা হচ্ছে নাচ কিংবা গানের আয়োজন। এ ধরণের আয়োজকেই ম‚লত মিউজিক থেরাপি বলছেন বিশেষজ্ঞরা। এমনটিই ঘটেছে ভারতের জলপাইগুড়িতে। হাসপাতালটিতে রোগীদের নাচ গানের একটি ভিডিও ইতোমধ্যে প্রকাশ করেছে আনন্দবাজার পত্রিকা। ভিডিও প্রকাশের সঙ্গে সেটি ভাইরালও হয়েছে নেট দুনিয়ায়। প্রতিবেদনে বলা হয়, করোনা আক্রান্ত হয়ে লম্বা সময় হাসপাতালে থেকে মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারেন বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা। এজন্য নাচ-গানের ব্যবস্থা করেছে জলপাইগুড়ির একটি করোনা সেফ হাউস। জলপাইগুড়ির রাজাবাড়ি পাড়া সেফ হাউসে এখন রোজ সন্ধ্যা নামলেই উপসর্গহীন করোনা আক্রান্ত রোগীদের স্ট্রেস ম্যানেজমেন্টের ব্যবস্থা করা হয়। সেফ হাউসের ভিডিওতে দেখা যায়, ‹সুন্দরী কমলা› গানের তালে তালে প্রাণ খুলে নাচছেন বিভিন্ন বয়সের মহিলা ও পুরুষ রোগীরা। এবিষয়ে সেফ হোমের দায়িত্বে থাকা এক চিকিৎসক জানিয়েছেন, প্রথাগত চিকিৎসার পাশাপাশি তারা রোগীদের জন্য প্রতিদিন সন্ধ্যায় এই মিউজিক থেরাপির ব্যবস্থা করেছেন। যাতে বাড়ির পরিবেশ থেকে দ‚রে থেকেও তারা মানসিক চাপে না ভোগেন। এমন মিউজিক থেরাপিতে কাজও হচ্ছে বলে মনে করছেন চিকিৎসকরা। রোগীরাও যে এই ব্যবস্থা উপভোগ করছেন তা তো তাদের নাচ দেখেই বোঝা যাচ্ছে। এবিপি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ‘মিউজিক থেরাপি
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ