Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

উত্তরাঞ্চলে বন্যা দুর্গতদের সাহায্যে নতুন এলাকায় সেনা মোতায়েন

| প্রকাশের সময় : ১৬ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতি ক্রমশ অবনতি হওয়ায় সরকারের নির্দেশে বন্যা দূর্গতদের সাহায্যার্থে গতকাল আরো নতুনভাবে কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী ও পঞ্চগড়ে প্রয়োজনীয় স্পীড বোট ও উদ্ধার সামগ্রীসহ সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। আইএসপিআরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এছাড়াও পূর্বে মোতায়েনকৃত দিনাজপুর, গাইবান্ধা, রংপুর ও সৈয়দপুরে সেনাসদস্য ও উদ্ধার সরঞ্জামাদি বৃদ্ধি করা হয়েছে। উত্তরাঞ্চলের বন্যাকবলিত এলাকা সমূহে বর্তমানে সেনাবাহিনীর ২৮ প্লাটুন সেনাসদস্য মোতায়েন রয়েছে। অদ্যাবধি উক্ত এলাকা সমূহ হতে সেনাবাহিনী ১৭৮৫ জন মানুষকে উদ্ধারসহ বিপুল পরিমান গবাদি-পশু ও গৃহস্থালি সামগ্রী উদ্ধার করেছে। এছাড়াও সেনাবাহিনী সৈয়দপুর ও গাইবান্ধায় ভেঙ্গে যাওয়া বাধ নির্মাণে স্থানীয় প্রশাসনকে সহায়তা প্রদান করেছে। সেনাবাহিনী নিবিড় ভাবে বন্যা পরিস্থিতি পর্যবেক্ষন করছে এবং বন্যা দূর্গত এলাকায় যে কোন ধরনের সহায়তা প্রদানের জন্য প্রস্তুত রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সেনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ