Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কুতিনহো-দেম্বেলে দু’জনকেই চায় বার্সা

প্রকাশের সময় : ১৬ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম | আপডেট : ৮:২৬ পিএম, ১৬ আগস্ট, ২০১৭

স্পোর্টস ডেস্ক : নেইমার চলে যাওয়ার পর বার্সেলোনার বিশাল একটা অংশ ফাঁকা হয়ে আছে। সেই ফাঁকা অংশ পুরণের জন্য হন্যে হয়ে ছুটে বেড়াচ্ছে কাতালান ক্লাবটি। ইতোমধ্যে চায়না লিগ থেকে আরেক ব্রাজিলিয়ান পাউলিনহোকে দলে টেনেছে তারা। তবে তাদের প্রধাণ টার্গেট ফিলিপ কুতিনহো ও উসমান দেম্বেলে থেকে এক চুলও পিছপা হয়নি বার্সা।
ইউরোপিয়ান ফুটবল পাড়ার গুঞ্জন লিভারপুলকে নাকি তৃতীয় দফায় প্রস্তাব পাঠাতে যাচ্ছে তারা। এদিকে বরুশিয়া ডর্টমুন্ড নাকি বার্সার ১০০ মিলিয়ন ইউরোর প্রস্তাব গ্রহণ করেছে। স্প্যানিশ পত্রিকা স্পোর্ত’এর বরাত দিয়ে এমন খবর ছেপেছে ইউরোপের সেরা সেরা সংবাদমাধ্যমগুলো। তাদের মতে, কুতিনহোর বার্সা শিবিরে আসা এখন সময়ের ব্যাপার। সবকিছু ঠিক থাকলে কোচ আর্নেস্তো ভালভার্দের প্রধান টার্গেট কুতিনহো ও দেম্বেলের দুজনকেই ন্যু ক্যাম্পে দেখতে পাওয়াটা অসম্ভব হবে না।
বাহ্যিক কতগুলো কারণও এই গুঞ্জনে রসদ যোগাচ্ছে। ব্রাজিলিয়ান মিডফিল্ডার কুতিনহো অনেক আগেই তার বর্তমান ক্লাব লিভারপুলকে বার্সার প্রতি আগ্রহের কথা জানিয়ে দিয়েছেন। ২৫ বছর বয়সী মনে-প্রাণে চাইছেন বার্সা শিবিরে যোগ দিতে। এছাড়া তার দল লিভারপুল পুরোদমে মৌসুম শুরু করলেও দলের সাথে নেই কুতিনহো। অনুশীলনেও দেখা যাচ্ছে না তাকে। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের প্লে-অফের মত মহাগুরুত্বপূর্ণ ম্যাচেও দলে নেই কুতিনহো।
ওদিকে ২০ বছর বয়সী ফ্রেঞ্চ ফরোয়ার্ড দেম্বেলেও অনেক আগে বার্সার প্রতি আগ্রহের কথা জানিয়েছেন। ইউরোপের বাকি শীর্ষ ক্লাব আর্সেনাল, চেলসি, ম্যানচেস্টার সিটি, ম্যানচেস্টার ইউনাইটেড এমনকি রিয়াল মাদ্রিদের আগ্রহ থাকা সত্তে¡ও দেম্বেলের তাই বার্সা শিবিরেই যোগ দেওয়ার সম্ভবনা বেশি। ইতোমধ্যে দুই পক্ষ একটা সমঝতায় পৌঁছেছে বলেও খবর প্রকাশিত হয়েছে। কুতিনহোর মত দেম্বেলের চুক্তিটাও ১০০ মিলিয়ন ইউরোর। তবে দলে তার পারফর্ম্যান্স ও বার্সার সাফল্যের উপর ভিত্তি করে এই অঙ্ক আরো ৩০ মিলিয়ন ইউরো বাড়তে পারে বলেও খবরে বলা হয়। এছাড়া সৃঙ্খলা ভঙ্গের কারণে দেম্বেলেকে সাময়িক বহিষ্কার করেছে ডর্টমুন্ড। যা তার দল ছাড়ার গুঞ্জনকে দিয়েছে আরো উস্কে।
ডর্টমুন্ডের পক্ষ থেকে অবশ্য এক বিবৃতিতে বলা হয়েছে, কাতালান ক্লাব বার্সেলোনার কাছ থেকে তারা দেম্বেলের ব্যাপারে একটা প্রস্তাব পেয়েছে। কিন্তু যে অঙ্কের অর্থের প্রস্তাব দেওয়া তাদের হয়েছে তাতে তারা সন্তুষ্ট নয়। এ কারণে বার্সার প্রস্তাব তারা ফিরিয়ে দিয়েছে।
পাউলিহকোকে নিয়ে ইতোমধ্যে বার্সা এই মৌসুমে নতুন খেলোয়াড় কিনল তিনজন। স্প্যানিশ তরুণ মিডফিল্ডার জেরার্ড দেউলেফেউকে দলে ফিরিয়ে এনছে বার্সা। পর্তুগাল ডিফেন্ডার নেলসন সেমেদেকেও কিনেছে। কিন্তু বার্সা সমর্থকরা এত অল্পতে তুষ্ট হবে কেন। পুরো মৌসুমে ইউরোপের শক্তিশালী সব দলকে টেক্কা দিতে তারা নেইমারের মত না হলেও তার কাছাকাছি পর্যায়ের কাওকে দলে চায়।
এদিকে জাতীয় দলের সতীর্থকে বার্সায় শুভকামণা জানিয়েছেন নেইমার। এক শুভেচ্ছা বার্তায় বর্তমান পিএসজি তারকা বলেন, ‘ভাই, পৃথিবীর সব শুভকামনা তোমার জন্য... আশা করি আমার মত তুমিও সেখানে সুখী হবে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বার্সা


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ