Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চীন নিয়ে পরিস্থিতি ঘোলাটে করার প্রয়োজন নেই : মোদি

সংশ্লিষ্ট সবাইকে সংযত হওয়ার নির্দেশ

| প্রকাশের সময় : ৩১ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : চীন নিয়ে পরিস্থিতি ঘোলাটে করার প্রয়োজন নেই বলে মনে করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বেইজিংয়ে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের মাধ্যমে ডোকলাম সঙ্কটের সমাধান খোঁজার চেষ্টা শুরু করেছে মোদি সরকার। প্রধানমন্ত্রী তাঁর মন্ত্রিসভার সতীর্থ, সেনাপ্রধান, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সবাইকে সংযত হওয়ার নির্দেশ দিয়েছেন। আলোচনার মাধ্যমে সঙ্কট মোচনের যে চেষ্টা শুরু হয়েছে তা যেন ভেস্তে না যায় সে ব্যাপারে প্রয়োজনীয় সতর্কতা নিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়ও। কূটনৈতিক সূত্রে বলা হয়, এর আগে সেনাপ্রধান বিপিন রাওয়ত অথবা প্রতিরক্ষা মন্ত্রী অরুণ জেটলির চীন-বিরোধী হুঙ্কারে পরিস্থিতি আরও জটিল হয়েছে। এতে ক্রমশ অনমনীয় হয়েছে চীনের মনোভাব। সে দেশের সরকারি মুখপাত্রের মাধ্যমে প্রায় প্রতি দিন ভারতকে নিশানা করা হয়েছে তীব্র ভাবে। আপাতত অজিত ডোভালকে পাঠিয়ে বরফ গলানোর প্রক্রিয়া শুরু করেছে সাউথ বøক। সেপ্টেম্বরে প্রধানমন্ত্রীর ব্রিকস-এর শীর্ষ বৈঠকে যোগ দিতে চীন যাওয়ার কথা। তার আগে ডোকলাম থেকে সেনা প্রত্যাহার সংক্রান্ত একটি যৌথ প্রস্তাব যাতে তৈরি করা যায় তার জন্য চেষ্টা করছে নয়াদিল্লি। অন্য দিকে চীনের পক্ষ থেকেও যুদ্ধের দামামা কমিয়ে সুর কিছুটা নরম করার বার্তা পাওয়া গেছে। প্রধানমন্ত্রীর নির্দেশ, এই সময়ে কোনওভাবেই যেন ঘৃতাহুতি না দেওয়া হয়। খবরে বলা হয়, আগামীকাল ১ আগস্ট অর্থাৎ দুদিন বাদেই চীনা সেনার ৯০ বছর পূর্তি। সেই উপলক্ষে সেনার বর্ণাঢ্য ওয়ার গেম-এ উপস্থিত থাকবেন প্রেসিডেন্ট শি জিনপিং। সামরিক কসরত প্রদর্শনের জন্য সেজেছে বেইজিং। এর মধ্যে ডোকলাম নিয়ে পদক্ষেপের কোনও সম্ভাবনাই নেই বলে ডোভালকে সাফ জানিয়ে দিয়েছেন চীনা নেতৃত্ব। তার পরে কবে জট খুলবে তাও এখনও স্পষ্ট করেনি বেইজিং। ভারতের প্রস্তাব, ডোকলাম থেকে পিছু হটবে ভারতীয় সেনা। কিন্তু পরিবর্তে চীনা সেনাকেও পিছু হটতে হবে। শিলিগুড়ি করিডর থেকে নামমাত্র দূরে তাদের পরিকাঠামো তৈরির কাজও বন্ধ রাখতে হবে। ভারত-চীন-ভুটান এই তিন দেশের সীমানার মিলনস্থলে স্থিতাবস্থা বদল করতে হলে তিন দেশের মধ্যে আলাপ আলোচনা করতে হবে, এই মর্মে একটি লিখিত সমঝোতা হয়েছিল ২০১২ সালে। ডোভাল এই বিষয়টির উপরেও জোর দিয়েছেন। কিন্তু এই বিষয়ে চীনের কাছ থেকে সবুজ সঙ্কেত পাওয়া যায়নি। এবিপি, এনডিটিভি।



 

Show all comments
  • গোলাম মোস্তফা ৩১ জুলাই, ২০১৭, ১১:৩০ এএম says : 0
    যুদ্ধ নয় আলোচনার মাধ্যমে সব কিছুর সমাধান করুন।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মোদি

২৮ অক্টোবর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ