প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বলিউড শীর্ষ পাঁচ
১. মোদিজি কি বেটি
২. রাম সেতু
৩. থ্যাঙ্ক গড
৪. জগগু কি লালটেঁ
৫. কাহানি রাবার ব্যান্ড কি
মোদি জি কি বেটি
এডি সিং পরিচালিত কমেডি ফিল্ম।
দুই পাকিস্তানি তরুণ বিলাল (পীতবাস) এবং তওসিফ (বিক্রম কোচ্ছার); পাকিস্তানের কাশ্মীরের একটি মুজাহিদ ক্যাম্পে রান্না আর ধোয়ামোছার কাজ করে। তাদের জীবনের লক্ষ্য হল তারা জঙ্গি হবে। অন্য দিকে সীমান্তের অন্য পাশে ভারতের এক সফল অভিনেত্রী-মডেল অবনী মোদি (অবনী মোদি)। সংবাদ মাধ্যম তাকে প্রধান মন্ত্রী মোদির কন্যা হিসেবে উলে¬খ করলে তার খ্যাতি রাতারাতি কয়েকগুণ বেড়ে যায়। এক প্রশিক্ষণার্থীকে ভুল করে আহত করার জন্য ক্যাম্প থেকে তাদের বের করে দেয়া হয়। তারা নিজেদের দক্ষতা প্রমাণের জন্য সীমান্ত পেরিয়ে ভারতের কাশ্মীরে চলে যায় সেখানে অবনীর শুটিং স্পটে গিয়ে মোদির কন্যা ভেবে তাকে অপহরণ করে পাকিস্তান নিয়ে আসে। তাদের ধারণা এবার তারা তাদের যোগ্য মূল্য পাবে। কিন্তু অচিরেই সবাই জেনে যায় এ তো মোদি জির বেটি নয়। তারা তাকে ফেরত পাঠাবার পরিকল্পনা করে। কিন্তু অবনীর বিশ্বাস ফেরত গেলে সবাই একে পাবলিসিটি স্টান্ট মনে করবে , তাতে তার ক্যারিয়ারের বারোটা বাজবে। সে অন্তত পাঁচদিন বিলাল-তওসিফের থাকে থাকবার পরিকল্পনা করে যে করেই হোক। পাশাপাশি মেজর ওমরকে (তরুণ খান্না) মিশন দেয়া হয় অবনীকে ফেরত দিয়ে আসতে। যতটা সহজ মনে হয়েছিল তার বদলে হাস্যকর রকম কঠিন হয়ে ওঠে এই মিশন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।