Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আল-আকসা থেকে নিরাপত্তা ব্যবস্থা প্রত্যাহার

| প্রকাশের সময় : ২৮ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : আল-আকসা মসজিদ থেকে মেটাল ডিটেক্টর সরিয়ে নেয়ার একদিন পর এবার বাকি নিরাপত্তামূলক প্রতিবন্ধকতা’লোও সরিয়ে নিয়েছে ইসরাইল। তুমুল প্রতিবাদ বিক্ষোভ আর প্রতিরোধের মুখে অবশেষে গতকাল বৃহস্পতিবার আল আকসার প্রবেশ পথ থেকে নিরাপত্তা বেষ্টনী ও গেটগুলো সরিয়ে নেয়া হয়েছে। প্রবেশ পথে থাকা উঁচু স্তম্ভগুলোও প্রত্যাহার করা হয়। নিরাপত্তার কথা বলে এগুলোতে এতোদিন ক্যামেরা লাগানো ছিল। এর আগে গত মঙ্গলবার প্রবেশ পথ থেকে মেটাল ডিটেক্টরগুলো সরিয়ে নেয় ইসরাইল। এদিকে ইসরাইলের পক্ষ থেকে সব ধরনের নিরাপত্তা প্রতিবন্ধকতা সরিয়ে নেয়াকে নিজেদের বিজয় হিসেবে দেখছেন ফিলিস্তিনিরা। উল্লেখ্য, সম্প্রতি ফিলিস্তিনিদের সঙ্গে ইসরাইলি নিরাপত্তা বাহিনীর সদস্যদের গোলাগুলি ও হতাহতের ঘটনার পর দুই পক্ষের মধ্যে নতুন করে উত্তেজনা শুরু হয়। এ ঘটনাকে কেন্দ্র করে ইসরাইল আল-আকসা মসজিদের প্রবেশ পথে মেটাল ডিটেক্টর বসায়। পরে ইসরাইল ঘোষণা দেয়, মেটাল ডিটেক্টরের পাশাপাশি আল আকসার প্রবেশ পথে ক্যামেরা বসানো হয়েছে। এছাড়া গত কয়েক বছরের মধ্যে শুক্রবার জুমার নামাজে ফিলিস্তিনি তরুণদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে ইসরাইল। এ পরিস্থিতিতে বিক্ষোভ করেন ফিলিস্তিনিরা। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে বেশ কয়েক দফা হামলা চালায় ইসরাইলের নিরাপত্তা বাহিনী। টানা কয়েকদিনের সংঘর্ষে বেশ কয়েকজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন কয়েকশো ফিলিস্তিনি। কয়েকদিনের টানা উত্তেজনা চলার পর গত মঙ্গলবার মেটাল ডিটেক্টর সরিয়ে নেয়ার ঘোষণা দেয় ইসরাইল। আর গতকাল বৃহস্পতিবার তারা জানায়, আল আকসার প্রবেশ পথ থেকে অন্য নিরাপত্তা প্রতিবন্ধকতাগুলোও সরিয়ে নেয়া হচ্ছে। এ ঘোষণায় উল্লাসে মেতে ওঠেন ফিলিস্তিনিরা। এক ফিলিস্তিনি কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে বলেন, আজকের দিনটি একইসঙ্গে আনন্দের, উদযাপনের এবং বেদনার...যে সকল ব্যক্তি প্রাণ হারিয়েছেন কিংবা আহত হয়েছেন তাদের জন্য ব্যথিত বোধ করছি। আল-জাজিরা, বিবিসি।



 

Show all comments
  • Badiul Alam Himel ২৮ জুলাই, ২০১৭, ১২:০৭ পিএম says : 0
    Eta nirapotta bebostha noi colonisation er ekta part chilo matro jetar shamoyik prottahar hoeche.
    Total Reply(0) Reply
  • Md Jahangir ২৮ জুলাই, ২০১৭, ১২:০৮ পিএম says : 0
    আলহামদুলিল্লাহ
    Total Reply(0) Reply
  • Mahfuzar Rahman ২৮ জুলাই, ২০১৭, ১২:১০ পিএম says : 0
    আল্লাহ তাহাদের ইহকালেই বিচার করুক|
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আল-আকসা

১৮ জানুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ