Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আল-আকসায় ইসরাইলি বর্বরতার নিন্দা ওআইসি’র

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৮ এপ্রিল, ২০২২, ১২:০১ এএম

জেরুজালেমে পবিত্র আল-আকসা মসজিদে মুসল্লিদের ওপর সপ্তাহব্যাপী ইসরাইলি বাহিনীর বর্বরোচিত হামলার নিন্দা জানিয়েছে মুসলিম দেশগুলোর সংগঠন অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন (ওআইসি)। ইন্দোনেশিয়ার অনুরোধে ওআইসি গত ২৫ এপ্রিল ওই বিশেষ সভার আয়োজন করে। খবর আরব নিউজের। ওআইসির বিশেষ সভায় সভাপতিত্ব করে সৌদি আরব। সভায় ফিলিস্তিনিদের ওপর চালানো হামলার নিন্দা জানানোর পাশাপাশি দ্রুত স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের দাবি জানানো হয়। ওআইসির মহাসচিব হোসেইন ব্রাহিম তাহা বলেন, পূর্ব জেরুজালেমকে রাজধানী করে যতদিন না স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠিত হবে, ততদিন ইসরাইল তাদের ওপর অত্যাচার করে যাবে। তাই আন্তর্জাতিক সম্প্রদায়কে ফিলিস্তিনিদের মানবাধিকার প্রতিষ্ঠায় এগিয়ে আসতে হবে। মঙ্গলবার তিনি এক বিবৃতিতে এসব কথা বলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আল-আকসা

১৮ জানুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ