মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ফিলিস্তিনিদের ওপর আবারও হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। হযরত মুহাম্মদ (সা.)-কে অবমাননার প্রতিবাদে শুক্রবার জুমার নামাজ শেষে মিছিল বের করার চেষ্টা করেন ফিলিস্তিনিরা। এসময় সৈন্যরা তাদের ওপর লাঠিচার্জের পাশাপাশি রাবার বুলেট ছুড়লে আহত হন বেশ কয়েকজন। মিছিলটি দখলকৃত আল-আকসার দামেস্ক গেট থেকে বের করার চেষ্টা করেন ফিলিস্তিনিরা। একসঙ্গে হতে দেখেই রাবার বুলেট এবং কাঁদানে গ্যাস ছোড়ে ইসরাইলি বাহিনী। হামলায় একপর্যায়ে ছত্রভঙ্গ হয়ে যায় তারা। এতে বেশ কয়েকজন আহত হন। এদের মধ্যে দু’জন সাংবাদিক রয়েছেন। এ ঘটনায় জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র দাইফাল্লাহ আল-ফায়েজ বলেন, ইসরাইলি পুলিশের হামলা আল-আকসা মসজিদের পবিত্রতা এবং উপাসকদের সুরক্ষার লঙ্ঘন’। মঙ্গলবার ইসরাইলিদের একটি মিছিল থেকে মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে অবমাননা করার অভিযোগ তোলেন ফিলিস্তিনিরা। ওই ঘটনার প্রতিবাদে আল আকসা মসজিদ প্রাঙ্গণ থেকে মিছিল করার পরিকল্পনা করা হয়। এদিকে ফিলিস্তিন কর্তৃপক্ষ শুক্রবার বলেছে যে, তারা মেয়াদোত্তীর্ণের কাছাকাছি থাকার কারণে ইসরাইলের সাথে ১০ লাখ ডোজ ভ্যাকসিন অদলবদলের একটি চুক্তি বাতিল করছে। একই দিন ইসরাইলি কর্মকর্তারা একটি চুক্তির ঘোষণা দিয়েছিলেন যার অধীন ইহুদি রাষ্ট্র ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে মেয়াদ শেষ হওয়ার কাছাকাছি থাকা ১০ লাখ ভ্যাকসিন সরবরাহ করবে। ইসরাইল অধিকৃত পশ্চিম তীরে অবস্থিত ফিলিস্তিন কর্তৃপক্ষ (পিএ) ইহুদি রাষ্ট্রের সাথে চুক্তির কথা উল্লেখ না করেই ‘আগত দিনে; দশ মিলিয়ন ভ্যাকসিন ডোজ সরবরাহের বিষয়টি নিশ্চিত করেছিল। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে যে, ‘টিকা অভিযানকে ত্বরান্বিত করার’ উদ্যোগের পেছনে ফাইজারের ভূমিকা ছিল। তবে পিএ’র মুখপাত্র ইব্রাহিম মেলহেম শুক্রবার পরে বলেন যে, প্রাথমিক হিসেবে প্রায় ৯০,০০০ ফাইজার ডোজ সরবরাহের নিশ্চয়তা দিতে না পারায় প্রধানমন্ত্রী মোহাম্মদ শ্যামায়েহ স্বাস্থ্যমন্ত্রীকে এ চুক্তি বাতিল করার নির্দেশ দিয়েছেন’। তিনি সরকারী সংবাদ সংস্থা ডব্লিউএএফএ পরিবেশিত এক বিবৃতিতে বলেন, ‘সরকার মেয়াদোত্তীর্ণ টিকা গ্রহণ করতে অস্বীকৃতি জানিয়েছে’। ইসরাইলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের অফিস আগে জানিয়েছিল যে, ‘ইসরাইল ফিলিস্তিনি কর্তৃপক্ষের সাথে একটি চুক্তি করেছে এবং ফাইজারের মেয়াদ শেষ হওয়ার কাছাকাছি থাকা ভ্যাকসিনের প্রায় দশ লাখ ডোজ তাদের সরবরাহ করবে’, কোনও ব্যবহারের তারিখ ছাড়াই উল্লেখ করা হয়েছে। ইসরাইলি বিবৃতিতে বলা হয়েছে, ‘ফিলিস্তিনি কর্তৃপক্ষের জন্য নির্ধারিত সেপ্টেম্বর/অক্টোবরের একই সমপরিমাণ ফাইজারের ডোজ ইসরাইলি গ্রহণ করবে। মেলহেম বলেন, পিএ পরিবর্তে ফাইজার থেকে সরাসরি ভ্যাকসিন আসার অপেক্ষা করবে। তিনি ইসরাইল সরবরাহকৃত ভ্যাকসিনগুলোর মেয়াদোত্তীর্ণের তারিখ নির্দিষ্ট করেননি। ভাইরাস ‘কোন সীমানা জানে না’ : ইসরাইল ফাইজার-বায়োএনটেক ভ্যাকসিনের কয়েক মিলিয়ন ডোজ পাওয়ার পরে একটি বিশাল টিকা কর্মসূচি পরিচালনা শুরু করে। ইসরাইলের জনসংখ্যার ৫৫ শতাংশেরও বেশি - প্রায় ৫১ লাখ মানুষ এ ভ্যাকসিনের উভয় ডোজ পেয়েছেন। ফিলিস্তিনের পক্ষে পশ্চিম তীর এবং গাজা উপত্যকায় ২ লাখ ৭০ হাজারেরও বেশি লোক তাদের দুটি ডোজ পেয়েছেন বলে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। এর আগে শুক্রবার ইসরাইলের নতুন স্বাস্থ্যমন্ত্রী নিতজান হোরোভিটস টুইটারে বলেছিলেন, ‘করোনাভাইরাস কোনো সীমানা জানে না এবং মানুষের মধ্যে পার্থক্য করে না’। তিনি বলেন, ‘ভ্যাকসিনের এই গুরুত্বপূর্ণ বিনিময়টিতে প্রতিটি পক্ষের স্বার্থই রয়েছে’, তিনি আরো যোগ করেন এবং ‘অন্যান্য ক্ষেত্রে ইসরাইল ও তার ফিলিস্তিনি প্রতিবেশীদের মধ্যে সহযোগিতা প্রত্যাশা করেছেন’। ইসরাইল ও গাজার শাসক হামাসের একটি নাজুক যুদ্ধবিরতি ভঙ্গের পরও ইহুদিবাদী রাষ্ট্র ও ফিলিস্তিনিদের মধ্যকার উচ্চ উত্তেজনার মধ্যে দিয়ে এ অগ্রগতি সাধিত হয়। এ যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল ২১ মে- যেদিন ১১ দিনের প্রচন্ড লড়াই শেষ হয়েছিল। বৃহস্পতিবার দিন শেষে ইসরাইলি যুদ্ধবিমান যুদ্ধবিরতির পর দ্বিতীয়বারের মতো গাজায় বিমান হামলা চালিয়েছে। রয়টার্স, ২৪ ম্যাটিনস.ইউকে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।