Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আল-আকসা মসজিদে ফের ইসরাইলের তাণ্ডব, বহু মানুষ আহত

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২২ এপ্রিল, ২০২২, ৬:০৫ পিএম

জেরুসালেমের আল-আকসা মসজিদে ইসরাইলি পুলিশ ও ফিলিস্তিনিদের মধ্যে শুক্রবার ফের সংঘর্ষ হয়েছে। ইসরাইলের ভেতরে একাধিক মারাত্মক হামলা এবং অধিকৃত পশ্চিম তীরে গ্রেফতার অভিযানের পর এই অঞ্চলে উত্তেজনা বৃদ্ধি পেলে ইসরাইলি পুলিশ ও ফিলিস্তিনিদের মধ্যে গত সপ্তাহ থেকে নিয়মিত সংঘর্ষ ঘটছে।

দুই ফিলিস্তিনি প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, আল আকসা মসজিদ প্রাঙ্গণের প্রবেশ গেটে পুলিশের দিকে পাথর ছুড়ে ফিলিস্তিনি যুবকরা। এরপর পুলিশ ভেতরে ঢুকে এবং রাবার বুলেট ও স্টান গ্রেনেড ছুড়ে।

ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট মেডিকেল সার্ভিস জানিয়েছে, এ ঘটনায় ৯ ফিলিস্তিনি আহত হয়েছেন এবং তাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর।
আল-আকসা মসজিদ ইসলামের তৃতীয় পবিত্র স্থান এবং ইহুদিরা এটাকে টেম্পল মাউন্ট হিসেবে বিবেচনা করে। সূত্র : এপি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ