Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রোমাঞ্চ নিয়ে সিপিএলে মিরাজ

| প্রকাশের সময় : ২৮ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : বয়সভিত্তিক ক্রিকেটে নজর কাড়ার পর আন্তর্জাতিক ক্রিকেটেও আলো ছড়িয়েছেন বাংলাদেশের প্রতিভাবান ক্রিকেটার মেহেদি হাসান মিরাজ। এর ফল হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখার এক বছরের মধ্যেই সুযোগ করে নিয়েছেন বিদেশি ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি আসরে খেলার। আসন্ন সিপিএলে অংশ নিতে গতকালই ক্যারিবিয়ান দীপপুঞ্জের উদ্দেশ্য উড়াল দিয়েছেন তিনি।
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) পঞ্চম আসরে শাহরুখ খানের দল ত্রিনবাগো নাইট রাইডার্সের হয়ে খেলার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছ থেকে চলতি মাসের মাঝামাঝি সময়ে অনাপত্তিপত্র পেয়েছিলেন মিরাজ। এরই ধারাবাহিকতায় আজ দেশ ছাড়ছেন তিনি।
জাতীয় দলের কন্ডিশনিং ক্যাম্প শেষে সিপিএলে ত্রিনবাগোর হয়ে খেলার জন্য মিরাজকে ১৫ আগস্ট পর্যন্ত ছাড়পত্র দিয়েছে বিসিবি। এসময়ের মধ্যে প্রতিযোগিতাতে পাঁচটি ম্যাচ খেলার সুযোগ পাবেন তিনি। প্রসঙ্গত, আসরে ত্রিনবাগো নাইট রাইডার্সের প্রথম ম্যাচ ৪ আগস্ট। এ ম্যাচ ছাড়াও ৭, ৯, ১১ ও ১৪ আগস্টের আরো চারটি খেলায় অংশ নেওয়ার সুযোগ পাবেন মিরাজ। এরপর অস্ট্রেলিয়া দল যদি বাংলাদেশ সফরে না আসে তাহলে বোর্ড চাইলে পুরো টুর্নামেন্টেই অংশ নেওয়ার সুযোগ পাবেন তিনি।
এদিকে সতীর্থ হিসেবে ত্রিনবাগো নাইট রাইডার্সে ব্রেন্ডন ম্যাককালাম, হাশিম আমলা, ডোয়াইন ব্রাভো, ড্যারেন ব্রাভো, কেভিন কুপার, সুনীল নারিনের মতো ক্রিকেটারদের পাচ্ছেন মিরাজ। তাই এক প্রকার রোমাঞ্চ নিয়েই দেশ ছাড়ছেন মিরাজ।
দেশ ছাড়ার আগে রোমাঞ্চের কথা জানাতে ভুল করেননি তিনি। এমন একটি টুর্নামেন্টে খেলতে পাওয়ার সুযোগে রোমাঞ্চ ছাপিয়ে গেছে তাকে জানিয়ে তিনি বলেন, ‘তারা বড় মানের খেলোয়াড়। ওদের সঙ্গে থাকাটা আমার জন্য বিরাট ব্যাপার। ওদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে। যেটা পরবর্তীতে কাজে দিবে। চেষ্টা করব সেরাটা দেওয়ার।’
এবারের সিপিএলে বাংলাদেশ থেকে থাকছেন সাকিব আল হাসানও। গতবারের দল জ্যামাইকা তালাওয়ার্সের হয়ে এবারো মাঠ মাতাবেন তিনি। জানা গেছে, সিপিএলকে উদ্দেশ্য করে আজ দেশ ছাড়বেন বিশ্বসেরা এ অলরাউন্ডার। সিনিয়র ক্রিকেটারদের পরামর্শ নিয়েই সিপিএলে খেলতে যাচ্ছেন বলে জানিয়েছেন মিরাজ, ‘সিনিয়র খেলোয়াড় যারা আছেন, সবাই সবসময় আমাকে সাহস জুগিয়েছেন। সাকিব ভাইয়ের সঙ্গে কথা হয়েছে। তিনি বলেছেন ওখানে টার্নিং উইকেট হয়। জায়গায় যদি বোলিং করতে পারি, তাহলে ব্যাটসম্যানদের জন্য ব্যাটিং করা কঠিন হয়ে দাঁড়াবে। তিনি আমাকে পরামর্শ দিয়েছেন আক্রমণাত্মক ভঙ্গিতে লাইন-লেন্থ মেনে বোলিং করে যেতে। এই ধারাটা বজায় থাকলে সফল হওয়া যাবে।’
সিপিএল শেষ করে দেশে ফিরেও সতীর্থদের সাথে অস্ট্রেলিয়া-বধের মিশনে নামতে হবে মিরাজকে, তবে সেটি টেস্ট ফরম্যাটে। তবে মিরাজের বিশ্বাস, এক ফরম্যাট থেকে অন্য ফরম্যাটের মেজাজে নিজেকে মানিয়ে পারবেন তিনি, ‘আমরা যেহেতু খেলোয়াড়, আমাদের মানিয়ে নেওয়ার ক্ষমতা থাকতে হবে। একটা ফরম্যাট থেকে অন্য আরেকটা ফরম্যাটে দ্রæত মানিয়ে নেওয়ার কৌশল আমি জানি। ওখান (ওয়েস্ট ইন্ডিজ) থেকে ফেরার পর যে গ্যাপটা আছে, সেটা যথেষ্ট টেস্টের আগে নিজেকে প্রস্তুত করার জন্য।’
প্রথমবারের মতো বাংলাদেশের একজন হয়ে যাচ্ছেন অন্য দেশের টুর্নামেন্টে খেলতে, কেমন অনুভূতি? এমন প্রশ্নের জবাবে মিরাজ বলেন, ‘দেশের হয়ে খেলার অনুভূতি অন্যরকম, এটা ভাষায় প্রকাশ করার মতো নয়। বিদেশি লিগে খেলার অনুভূতিটা আবার ভিন্ন। কারণ আমি ওখানে বাংলাদেশের প্রতিনিধি হয়ে খেলতে যাচ্ছি; আমি আছি, সাকিব ভাই আছেন। ভালো করলে সবাই বলবে বাংলাদেশের খেলোয়াড় ভালো করেছে। একজন ক্রিকেটারের জন্য এটা খুব ভালো লাগার বিষয়।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মিরাজ

২৮ এপ্রিল, ২০২২
২৬ এপ্রিল, ২০২২
১৯ জুলাই, ২০২১

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ