নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
নিজের বলে ফিল্ডিং করতে গিয়ে নন-স্ট্রাইক প্রান্তের ব্যাটসম্যানের ব্যাট ও বলের মাঝে এসে পড়েছিল মিরাজের ডান হাত। সে আঘাতে ফেটে গেছে হাত, এরপর ফিজিওর সঙ্গে মাঠ ছেড়েছেন তিনি। ডান হাত বলে ঝুঁকিটা বেশি, মিরাজের তো সেটিই ‘বোলিং-হ্যান্ড’! মিরাজের অসম্পূর্ণ ওভার শেষ করেছেন মোসাদ্দেক হোসেন। অবশ্য এই ওভার শেষ করার ব্যাপারটা এ সফরে মোসাদ্দেকের জন্য এবারই প্রথম নয়। ওয়ানডে সিরিজের আগে প্রস্তুতি ম্যাচে মোস্তাফিজ চোট পেয়ে উঠে গিয়েছিলেন, সে ওভারও শেষ করেছিলেন তিনি।
বাংলাদেশ ফিল্ডারের চোটও এই ম্যাচে এটি প্রথম নয়। এর আগে ফিল্ডিংয়ে ‘রক্তাক্ত’ হয়েছেন তাসকিন আহমেদও। বাউন্ডারি লাইনে ফিল্ডিং করতে গিয়ে তারও ডান হাতের কনুইয়ের নিচের অংশ ছড়ে গেছে। তিনি অবশ্য মাঠেই আছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।