Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্থিতিশীল থাকবে বৈশ্বিক প্রবৃদ্ধি : আইএমএফ

চীন, ইউরোপ ও জাপানের প্রবৃদ্ধির সুবাদে বৈশ্বিক অর্থনীতি ভিত্তি দৃঢ় হয়ে উঠছে

| প্রকাশের সময় : ২৭ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : চলতি ও আগামী বছরের জন্য প্রবৃদ্ধি পূর্বাভাস অপরিবর্তিত রেখেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। মূলত চীন, ইউরোপ ও জাপানের প্রবৃদ্ধি উন্নয়নের সুবাদে বৈশ্বিক অর্থনীতি পুনরুদ্ধারের ভিত্তি দৃঢ় হয়ে উঠছে। ফলে যুক্তরাষ্ট্র বা ব্রিটেনের অর্থনীতি মন্থর হওয়া সত্তে¡ও বিশ্বব্যাপী অর্থনীতি স্থিতিশীল রয়েছে। বৈশ্বিক অর্থনীতির পূর্বাভাস অপরিবর্তিত রাখলেও ইউরো অঞ্চল ও চীনের প্রবৃদ্ধি প্রত্যাশা সামান্য সংশোধন করে বাড়িয়েছে আন্তর্জাতিক সংস্থাটি। চলতি বছর বৈশ্বিক জিডিপি ৩ দশমিক ৫ ও আগামী বছর ৩ দশমিক ৬ শতাংশ হবে বলে সংস্থার হালনাগাদ ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুকে আইএমএফ জানিয়েছে। এর আগে সর্বশেষ হালনাগাদ পূর্বাভাস এপ্রিলে প্রকাশ করা হয়েছিল। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর থেকে হালনাগাদ পূর্বাভাস প্রকাশের সময় আইএমএফ জানায়, যদিও বিশ্বব্যাপী প্রবৃদ্ধির পূর্বাভাস ঘিরে ঝুঁকি স্বল্পমেয়াদে ভারসাম্যপূর্ণ অবস্থায় রয়েছে, তবে মধ্যমেয়াদে নিম্নমুখী হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে জুনে বিশ্বের শীর্ষ অর্থনীতি যুক্তরাষ্ট্রের প্রবৃদ্ধি পূর্বাভাস হ্রাস করেছে আইএমএফ। চলতি ও আগামী বছরের জন্য যুক্তরাষ্ট্রের প্রবৃদ্ধি পূর্বাভাস ২ দশমিক ১ শতাংশ করা হয়েছে। এপ্রিলে প্রকাশিত প্রতিবেদনে ২০১৭ ও ২০১৮ সালের জন্য প্রবৃদ্ধি পূর্বাভাস ছিল যথাক্রমে ২ দশমিক ৩ ও ২ দশমিক ৫ শতাংশ। ট্রাম্প প্রশাসনের আর্থিক নীতি পরিকল্পনা মার্কিন প্রবৃদ্ধি শক্তিশালী করবেÑ এ অবস্থান থেকে সরে এসেছে আন্তর্জাতিক তহবিলটি। মার্কিন পরিকল্পনার বিস্তারিত তথ্যাদি পাওয়া না যাওয়ায় পূর্ববর্তী পূর্বাভাস সংশোধন করেছে আইএমএফ। সংস্থাটি জানিয়েছে, আগামী বছর ইউরো অঞ্চলের প্রবৃদ্ধি গতিশীলতা লাভ করবে বলে আশা করা হচ্ছে। এছাড়া চলতি বছরের জন্য একক মুদ্রা অঞ্চলের জিডিপি পূর্বাভাস বাড়ানো হয়েছে। ২০১৭ সালের জন্য পূর্বাভাস এপ্রিলের তুলনায় দশমিক ২ শতাংশীয় পয়েন্ট বাড়িয়ে ১ দশমিক ৯ শতাংশ করা হয়েছে। আগামী বছর এ অঞ্চলের প্রবৃদ্ধি ১ দশমিক ৭ শতাংশ হতে পারে, যা তিন মাস আগের পূর্বাভাসের চেয়ে দশমিক ১ শতাংশীয় পয়েন্ট বেশি। উচ্চ প্রবৃদ্ধি প্রত্যাশা মূলত ইউরো অঞ্চলের স্থানীয় চাহিদার শক্তিশালী গতিশীলতার ইঙ্গিত। এদিকে ২০১৭ সালের জন্য যুক্তরাজ্যের পূর্বাভাস সংশোধন করেছে আইএমএফ। দেশটির পূর্বাভাস দশমিক ৩ শতাংশীয় পয়েন্ট ১ দশমিক ৭ শতাংশ করা হয়েছে। বছরের প্রথম প্রান্তিকে প্রত্যাশার তুলনায় দুর্বল অর্থনৈতিক কার্যক্রমের জন্য পূর্বাভাস সংশোধন করা হয়েছে। তবে আগামী বছরের জন্য দেশটির ১ দশমিক ৫ শতাংশ প্রবৃদ্ধি পূর্বাভাস অপরিবর্তিত রয়েছে। হালনাগাদ ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক প্রতিবেদনে এশীয় অঞ্চলের প্রবৃদ্ধি পূর্বাভাস বাড়িয়েছে আন্তর্জাতিক দাতা সংস্থাটি। প্রতিবেদনে আইএমএফ জানিয়েছে, চলতি বছর জাপানের প্রবৃদ্ধি সামান্য বেড়ে ১ দশমিক ৩ শতাংশে দাঁড়াবে বলে আশা করা হচ্ছে। এর আগে এপ্রিলে চলতি বছরের জন্য ১ দশমিক ২ শতাংশ প্রবৃদ্ধির কথা বলা হয়েছিল। ব্যক্তিগত ব্যয়, বিনিয়োগ ও রফতানি বৃদ্ধি প্রথম প্রান্তিকে জাপানের শক্তিশালী প্রবৃদ্ধি পূর্বাভাস সংশোধনে প্রভাব রেখেছে। আগামী বছর বিশ্বের তৃতীয় বৃহত্ অর্থনীতিটির প্রবৃদ্ধি দশমিক ৬ শতাংশে দাঁড়াতে পারে। চলতি বছর বিশ্বের দ্বিতীয় বৃহৎ অর্থনীতি চীনের প্রবৃদ্ধি প্রত্যাশার তুলনায় শক্তিশালী অবস্থানে থাকবে। এপ্রিলের পূর্বাভাস দশমিক ১ শতাংশীয় পয়েন্ট বাড়িয়ে ২০১৭ সালের জন্য ৬ দশমিক ৭ শতাংশ করা হয়েছে। এছাড়া আগামী বছর দেশটির প্রবৃদ্ধি মাঝারি গতি অর্জন করে ৬ দশমিক ৪ শতাংশ হবে বলে জানিয়েছে আইএমএফ। বেইজিং উচ্চ সরকারি বিনিয়োগ বহাল রাখবেÑ এ প্রত্যাশায় এপ্রিলের তুলনায় প্রবৃদ্ধি পূর্বাভাস দশমিক ২ শতাংশীয় পয়েন্ট বৃদ্ধি করা হয়েছে। তেলের কম দাম মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার অর্থনৈতিক প্রবৃদ্ধি পূর্বাভাসে নেতিবাচক প্রভাব ফেলেছে। সউদী আরবের অর্থনীতি নিম্নমুখী হওয়ায় চলতি ও আগামী বছর এ অঞ্চলের প্রবৃদ্ধি মন্থর হবে বলে জানিয়েছে আইএমএফ। চলতি বছর পাকিস্তান, আফগানিস্তানসহ মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার পূর্বাভাস হ্রাস পেয়ে ২ দশমিক ৬ শতাংশ হতে পারে। এ বছর বিশ্বের শীর্ষ তেল রফতানিকারক দেশ সউদী আরবের পূর্বাভাস কমিয়ে মাত্র দশমিক ১ শতাংশ করা হয়েছে। এরয়টার্স, এএফপি, বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আইএমএফ

১ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ