Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাইফুল-সোহাগীর শ্রেষ্ঠত্বে শুরু সামার অ্যাথলেটিক্স

| প্রকাশের সময় : ২২ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : বাংলাদেশ জেলের সাইফুল ইসলাম খান ও নৌবাহিনীর সোহাগী আক্তারের শ্রেষ্ঠত্বে শুরু হলো দু’দিন ব্যাপী ১৩তম সামার অ্যাথলেটিক্স প্রতিযোগিতা। এ দুই অ্যাথলেট আসরের ২০০ মিটার স্প্রিন্টে প্রথম হয়ে সেরার খেতাব জিতেছেন। গতকাল বিকালে প্রতিযোগিতায় পুরুষ ২০০ মিটার স্প্রিন্টে ২১.৬০ সেকেন্ড সময় নিয়ে স্বর্ণ জয় করেন সাইফুল। তিনি গত আসরের সেরা শরীফুল ইসলাম ও দেশের দ্রæততম মানব মেজবাহ আহমেদকে পেছনে ফেলেন। শরীফুল ২১.৮০ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় ও মেজবাহ আহমেদ ২২.০০ সেকেন্ডে তৃতীয় হন। মহিলাদের ২০০ মিটারে টানা দ্বিতীয়বারের মতো স্বর্ণ জেতেন বাংলাদেশ নৌবাহিনীর সোহাগী। তিনি ২৫.১০ সেকেন্ড সময় নিয়ে দৌড় শেষ করেন। এই ইভেন্টে জেলের জাকিয়া সুলতানা ২৫.৬০ সেকেন্ডে দ্বিতীয় ও একই দলের আয়শা আক্তার ২৫.৯০ সেকেন্ড সময় নিয়ে তৃতীয়স্থান পান।
সাইফুল ২০১৫ সালে জুনিয়র অ্যাথলেটিক্সে ১০০ মিটার স্প্রিন্টে ১০.৫৩ সেকেন্ড ও ২০০ মিটারে ২১.৬০ সেকেন্ড সময় নিয়ে দৌড় শেষ করে রেকর্ড গড়ে স্বর্ণপদক জিতেছিলেন। এবার সামার অ্যাথলেটিক্সে সেরা হতে পেরে তিনি খুব খুশি। তবে সাইফুল জানান, কাল তার শুরুটা ভালো হওয়ায় সাফল্য পেয়েছেন তিনি। সাইফুল বলেন, ‘দেশের দ্রæততম মানব মেজবাহ ভাই যতদিন ধরে স্বর্ণ জিতছেন, ততদিন আমি খেলার জগতেই আসিনি। ২০১২ সালে আমার ক্যারিয়ার শুরু। আজ (কাল) আমার শুরুটা ভালো হয়েছে। ১৫০ মিটার আমি ভালো দৌড়েছি। এরপর ২০ মিটারে একটু পিছিয়ে পড়ছিলাম। তবে শেষ ৩০ মিটারে গতি বাড়াতে পেরেছি। নিজের সেরাটা দিয়েছি বলেই শরীফুল- মেজবাহ ভাইদের হারাতে পেরেছি।’ তিনি আরও বলেন, ‘পরীক্ষার কারণে মিট শুরুর আগে দীর্ঘমেয়াদী অনুশীলনের সুযোগ পাইনি। কাফি (আব্দুল্লাহ হেল কাফি) স্যার অধীনে এক মাসের মতো অনুশীলন করেছি। আমার মূল ইভেন্ট ২০০ মিটার হলেও কোচ যদি ১০০ মিটারে দৌড়াতে বলেন, আমি চেষ্টা করবো এবং বিশ্বাস করি ঠিক মতো অনুশীলন করলে মেজবাহ ভাইকে হারাতে পারবো।’
সামার অ্যাথলেটিক্সে স্বর্ণ জিতে আতœবিশ্বাসী সাইফুল আগামী সাউথ এশিয়ান (এসএ) গেমসের জন্য চান উন্নত অনুশীলন সুবিধা। তার দাবি বিদেশী কোচেরও। যদিও সাইফুল বলেন, ‘আমাদের স্থানীয় কোচরাও ভালো মানের। কিন্তু বিদেশি কোচ এলে তারা (অ্যাথলেটদের অনুশীলন ও অন্যান্য বিষয়ে) যা যা চায়, সেগুলো ফেডারেশন তাদের দেয় ফলে প্রশিক্ষণটাও ভাল হয়।’
অন্যদিকে মহিলা বিভাগে ২০০ মিটারে টানা দ্বিতীয়বার সেরা সোহাগীও বেশ উচ্ছ¡সিত। তিনি চান এসএ গেমসকে সামনে রেখে দীর্ঘমেয়াদী অনুশীলনে থাকতে। সোহগী বলেন, ‘আন্তর্জাতিক পর্যায়ের টুর্নামেন্টগুলোতে টাইমিংয়ের উন্নতি করাই আমার মূল লক্ষ্য। যদি সেটা ধারাবাহিকভাবে করতে পারি, তাহলে আগামী এসএ গেমসে দেশকে নিশ্চয়ই পদক উপহার দিতে পারবো। তবে এর জন্য প্রয়োজন দীর্ঘমেয়াদী প্রশিক্ষণের। সাফল্য পেতে হলে যার কোন বিকল্প নেই।’
সামার অ্যাথলেটিক্সে এবারের আসরের প্রথম দিনে পুরুষ ১৫০০ মিটারে বাংলাদেশ সেনাবাহিনীর আল-আমিন ৪ মিনিট ৪.৯০ সেকেন্ড সময় নিয়ে স্বর্ণ জিতেছেন। এই ইভেন্টের মহিলা বিভাগে একই দলের সুমি আক্তার ৫ মিনিট ৩০.২০ সেকেন্ড নিয়ে সেরা হন। পুরুষ ৪০০ মিটার হার্ডলসে নৌবাহিনীর এম আলমগীর ৫৪.৪০ সেকেন্ড সময়ে নিয়ে প্রথমস্থান পান।
মহিলাদের লং জাম্পে নৌবাহিনীর আইরিন আক্তার (৫.৪৭ মিটার) ও শটপুটে বাংলাদেশ আনসারের শ্রাবনী মল্লিক (১০.৯৬ মিটার) স্বর্ণ জয় করেন। অন্যদিকে পুরুষদের ম্যারাথনে সেনাবাহিনীর নুরুজ্জামান (২ ঘণ্টা ৩৫.৫০ মিনিট) ও হাই জাম্পে নৌবাহিনীর সজিব হোসেন (১.৯৫ মিটার) প্রথমস্থান পান। এর আগে গতকাল সকালে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সামার অ্যাথলেটিক্সের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার। এসময় বিশেষ অতিথি ছিলেন উপমন্ত্রি আরিফ খান জয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অ্যাথলেটিক্স


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ