Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সৈন্য প্রত্যাহার হলেই বৈঠক : বেইজিং

| প্রকাশের সময় : ২০ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : সৈন্য প্রত্যাহার করে নিলেই কেবলমাত্র দিল্লীর সাথে বেইজিং বৈঠকে বসবে। বিরোধপূর্ণ ভূ-খন্ড থেকে ভারতীয় সেনা প্রত্যাহার করতে হবে। গত মঙ্গলবার চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লু ক্যাং এক প্রেস ব্রিফিংয়ে বলেন, আমরা বহুবার বলেছি যে, ভারতের সেনারা অবৈধভাবে সীমান্ত পেরিয়ে চীনা ভূখন্ডে ঢুকে পড়েছে এবং দ্রæত তারা ভারতে ফিরে যাবে। আমরা আশা করি, ভারতীয় পক্ষ বিষয়টি সুস্পষ্টভাবে বুঝতে পেরেছে। একজন ভারতীয় শীর্ষ কূটনীতিক বলেছেন, চীন অস্বাভাবিক আগ্রাসী থাকায় নয়াদিল্লীর সঙ্গে মাসব্যাপী সীমান্ত বিরোধ প্রশামনের কোন লক্ষণ দেখা যাচ্ছে না। গতকাল বুধবার সংবাদমাধ্যমের খবরে একথা বলা হয়। হিমালয়ের একটি প্রত্যন্ত মালভূমি নিয়ে অচলাবস্থার প্রেক্ষাপটে বেইজিং প্রায় প্রতিদিনই তাদের প্রতিবেশী দেশ ভারতকে হুমকি দিচ্ছে। সেখানে ভারত ও চীনের সৈন্য মুখোমুখি অবস্থানে রয়েছে। খবরে বলা হয়, পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর এ বিরোধ নিয়ে এক বিফিংয়ে আইনপ্রণেতাদের বলেন, ভারত এই বিরোধের কূটনৈতিক সমাধান চায়। অপর এক খবরে বলা হয়,ভারতের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরেন রিজিজু লোকসভায় এক লিখিত প্রশ্নের জবাবে বলেন, সরকার ভারত-চীন সীমান্তজুড়ে ৭৩টি গুরুত্বপূর্ণ কাজে ব্যবহারোপযোগী সড়ক নির্মাণ করছে। এগুলোর মধ্যে ৩০টি সড়কের নির্মাণকাজ শেষ হয়েছে। সড়কগুলো ২০১২-১৩ সময়কালে শেষ হওয়ার কথা ছিল। খবরে বলা হয়, চীন-ভারত সীমান্তে ৭৩টি সড়ক নির্মাণ করছে ভারত। এই ৭৩টি সড়কের মধ্যে ৪৬টি নির্মাণ করছে প্রতিরক্ষা মন্ত্রণালয়, ২৭টি নির্মাণ করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গত মঙ্গলবার লোকসভায় এ তথ্য জানানো হয়েছে। রিজিজু বলেন, বিলম্ব হওয়ার কারণগুলোর মধ্যে রয়েছে অনেক উঁচু স্থান, বৈরী এলাকা, প্রাকৃতিক পরিবেশ, বন/বন্যপ্রাণী ছাড়পত্র এবং ভূমি অধিগ্রহণে জটিলতা। মন্ত্রী বলেন, সড়কগুলোর নির্মাণ দ্রæত শেষ করার জন্য বেশকিছু পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এগুলোর মধ্যে রয়েছে স্বরাষ্ট্রসচিবের নেতৃত্বে উচ্চক্ষমতাসম্পন্ন কমিটি গঠন, নিয়মিতভাবে সীমান্ত অবকাঠামো প্রকল্পগুলোর অগ্রগতি তদারকি করা। ভারত ও চীনের মধ্যে জম্মু ও কাশ্মীর থেকে শুরু করে অরুনাচল প্রদেশ পর্যন্ত ৩,৪৮৮ কিলোমিটার সীমান্ত রয়েছে। দুই দেশ বর্তমানে ভারত-চীন-ভুটান ত্রিদেশীয় সীমান্তের দোকালামে মুখোমুখি অবস্থায় রয়েছে। চীনা সেনাবাহিনী ওই অঞ্চলে একটি সড়ক নির্মাণের উদ্যোগ নিলে ভারত তাতে আপত্তি করার পর থেকেই অচলাবস্থা চলছে। ভারতীয় সংবাদমাধ্যমকে গত মঙ্গলবারের ব্রিফিংয়ে পার্লামেন্ট প্যানেলের একজন সদস্য বলেন, জয়শঙ্কর আমাদের বলেছেন সা¤প্রতিক অচলাবস্থা প্রশ্নে চীনের আগ্রাসন ও বাগাড়ম্বরপূর্ণ বক্তব্য সম্পূর্ণ অস্বাভাবিক। পররাষ্ট্র মন্ত্রণালয়ের দ্বিতীয় কর্তা ব্যক্তির বরাত দিয়ে বার্তা সংস্থা পিটিআই’র খবরে বলা হয়, এ সমস্যা সমাধানের জন্য আমরা কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা অব্যাহত রাখবো। এনডিটিভি, পিটিআই, এএফপি।



 

Show all comments
  • Khondoker Mahadi Hassan ২০ জুলাই, ২০১৭, ১১:০৪ এএম says : 0
    Go-ahead China
    Total Reply(0) Reply
  • AH Babul ২০ জুলাই, ২০১৭, ১১:০৫ এএম says : 0
    YES
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বেইজিং

১৫ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ