Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দর্শককে বিনোদন দিতে আমার ভালো লাগে -মীর সাব্বির

| প্রকাশের সময় : ১৪ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

অভি মঈনুদ্দীন ঃ গত ঈদে দর্শকপ্রিয় অভিনেতা ও নাট্যনির্মাতা মীর সাব্বিরের নির্দেশনায় দর্শক তিনটি নাটক প্রচার হয়েছে। নাটকগুলো বেশ সাড়া জাগিয়েছে। নাটক তিনটি হচ্ছে ‘বাপ বেটা দৌড়ের উপর’, ‘পথিক বাবু’ ও ‘কাইল্যা চোরা’। আগামী কোরবানীর ঈদ সামনে রেখে সাব্বির এই তিনটি নাটকেরই সিক্যুয়াল নির্মান করবেন। তবে এবার এই তিনটি নাটকের সিক্যুয়াল’সহ আরো একটি নাটক নির্মাণ করবেন তিনি আরটিভির জন্য। গত ঈদে গাজী টিভিতে প্রচার হয় মীর সাব্বির নির্দেশিত ‘বাপ বেটা দৌড়েরর উপর’, দীপ্ত টিভিতে প্রচার হয় ‘পথিক বাবু’ এবং আরটিভিতে প্রচার হয় ‘কাইল্যা চোরা’। দর্শকপ্রিয়তাকে বিবেচনা করেই প্রতিটি চ্যানেল থেকে নাটকগুলোর সিক্যুয়াল নির্মানের জন্য বিশেষ অনুরোধে মীর সাব্বির রাজি হন। মীর সাব্বির বলেন, ‘একজন অভিনেতা হিসেবে আমি সিরিয়াসলি অভিনয় করি এবং অভিনয় আমার নেশা এবং পেশা। সেই ধারাবাহিকতায় নির্মাণও আমার নেশা। ভীষণ উপভোগ করি নাটক নির্মান। জীবনে হয়তো অন্যকিছু হবার সুযোগ ছিলো আমার। কিন্তু আমি অভিনয়কে ভালোবেসে অভিনেতা হয়েছি। আর এর পাশাপাশি আমি নাটক নির্মানও করি। এখানেই আমি আমার ভালোলাগা খুঁজে পাই। দর্শককে বিনোদন দিতে আমার ভীষণ ভালো লাগে। শুধু তাই নয় নাটকের মাধ্যমে সমাজের মানুষকে সচেতনও করা যায় বিভিন্ন ধরনের ম্যাসেজের মাধ্যমে।’ উল্লেখ্য, মীর সাব্বির নির্দেশিত প্রথম নাটক ছিলো ‘বরিশাল বনাম নোয়াখালী’। প্রথম নাটক নির্মাণেই নির্মাতা হিসেবে বেশ খ্যাতি অর্জন করেন। এরপর থেকেই নির্মাণে মীর সাব্বির বেশ নিয়মিত হয়ে উঠেন। তবে বছর জুড়ে নয়। বিশেষ বিশেষ দিবসেই তিনি খÐ নাটক বা টেলিফিল্ম নির্মাণ করেন। মীর সাব্বিরের নির্দেশনায় আরটিভিতে নিয়মিত প্রচার হচ্ছে দর্শকপ্রিয় ধারাবাহিক নাটক ‘নোয়াশাল’। এদিকে নির্মাতা হিসেবে মীর সাব্বির জনপ্রিয় সাতজন অভিনয় শিল্পীদের দিয়ে সাতটি নাটক নির্মাণের আগ্রহ প্রকাশ করেছেন। হয়তো অদূর ভবিষ্যতে তার প্রযোজনা সংস্থা থেকে তিনি এই কাজটি করবেন। তবে এর আগে যদি কোন চ্যানেল এই চ্যালেঞ্জটি গ্রহণ করেন তা সাধুবাদ জানাবেন বলেও বলেছেন মীর সাব্বির। নির্মাতা হিসেবে অভিনয় শিল্পীদের মধ্যে রয়েছেন শহীদুজ্জামান সেলিম, জাহিদ হাসান, তৌকীর আহমেদ, মাহফুজ আহমেদ, আফসানা মিমি, শাহরিয়ার নাজিম জয়। এই তারকা অভিনেতাদের দিয়ে নাটক নির্মাণ করলেও ঈদ নাটকে নতুনত্ব আসতে পারে বলে অভিমত প্রকাশ করেছেন মীর সাব্বির।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দর্শক

১৪ জানুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ