Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

থেরেসার পদত্যাগ দাবিতে বিক্ষোভ

গ্রেনফেল ঘটনা ব্যয় সংকোচন নীতির ধ্বংসাত্মক প্রভাবের বহিঃপ্রকাশ : করবিন

| প্রকাশের সময় : ৩ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে’র পদত্যাগের দাবিতে রাজধানী লন্ডনে হাজার হাজার মানুষ বিক্ষোভ প্রদর্শন করেছে। তারা মধ্য লন্ডনে বিবিসি’র সদরদপ্তরের সামনে জড়ো হয়ে সরকারের ব্যয় সংকোচন কার্যক্রমের ইতি টানার আহŸান জানান। বিক্ষোভকারীরা লন্ডনের গ্রেনফেল টাওয়ারের ভয়াবহ অগ্নিকাÐে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন। ওই অগ্নিকাÐের ঘটনায় অন্তত ৮০ ব্যক্তি জীবন্ত দগ্ধ হয়ে মারা যায়। গত শনিবার বিকেলে অন্তত ১০,০০০ মানুষ মধ্য লন্ডনে পার্লামেন্ট ভবন অভিমুখে বিক্ষোভ মিছিল শুরু করেন। পিপলস অ্যাসেম্বলি অ্যাগেইনস্ট অস্টেরিটি নামের একটি সংগঠন এই বিক্ষোভ মিছিলের আয়োজন করে। সংগঠনটি এর আগে এক অনলাইন বিবৃতিতে বলেছিল, ব্যয় সংকোচন নীতির প্রতি জনগণের বিরোধিতা যে সরকার উপলব্ধি করতে পেরেছে সে ব্যাপারে নিশ্চিত হতে চান তারা। ব্রিটেনের প্রধান বিরোধী দল লেবার পার্টির নেতা জেরেমি করবিন বিক্ষোভকারীদের উদ্দেশে বক্তব্য রাখেন। তিনি থেরেসা মে সরকারের তীব্র সমালোচনা করে বলেন, গত ১৪ জুন লন্ডনের ২৪ তলা যে ভবনটি পুড়ে গেছে তা ছিল সরকারের ব্যয় সংকোচন নীতির ধ্বংসাত্মক প্রভাবের বহিঃপ্রকাশ। পশ্চিম লন্ডনে অভিজাত এলাকার কাছে সোশাল হাউজিং বøকে জরাজীর্ণ গ্রেনফেল টাওয়ারটির বাইরের রূপ বদলে অবয়বে চাকচিক্য আনতে ভবনটিকে মোড়ানো হয়েছিল নীল-সবুজ ধাতব আবরণে। আর একাজে সস্তা এবং অগ্নিনিরোধক নয়- এমন উপাদান ব্যবহার করা হয়েছিল। ঠিক এ কারণে ২৪ তলা ওই ভবনে আগুন লাগার পর তা দ্রæত ছড়িয়ে পড়ে এবং নিয়ন্ত্রণের বাইরে চলে যায় বলে অনেকের ধারণা। করবিন দৃশ্যত ওই সস্তা আবরণ ব্যবহারকে ব্রিটিশ সরকারের ব্যয় সংকোচন নীতির ফল হিসেবে বর্ণনা করেন। অপর এক খবরে বলা হয়, ব্রিটেনের বিরোধী লেবার দলের প্রধান জেরেমি করবিন সউদী আরবের কাছে অস্ত্র বিক্রি বন্ধ করার জন্য সরকারের প্রতি আহŸান জানিয়েছেন। তিনি বলেন, সউদী আরব ইয়েমেন যুদ্ধে ব্রিটিশ অস্ত্র ব্যবহার করছে এবং এর অবসান হওয়া দরকার। গত শনিবার আল-জাজিরা টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে করবিন বলেন, তার দল এর আগেও সউদী আরবের কাছে অস্ত্র বিক্রি না করার জন্য সরকারের প্রতি আহŸান জানিয়েছে। ভবিষ্যতে তার দল এ দাবি অব্যাহত রাখবে বলে জানান তিনি। রয়টার্স, গার্ডিয়ান, পার্সটুডে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: থেরেসা

১৩ ফেব্রুয়ারি, ২০১৯

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ