Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্রেক্সিট নাও হতে পারে : থেরেসা

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ১৬ জুলাই, ২০১৮, ১২:০৩ এএম

 ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে সতর্ক করে দিয়ে বলেছেন, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে বেরিয়ে আসার তার পরিকল্পনাকে আইনপ্রণেতাদের অবজ্ঞা করার চেষ্টার ফলে কোনো প্রকার ব্রেক্সিট কার্যকর নাও হতে পারে। রোববার মেইল পত্রিকাতে এ বিষয়ে লেখা এক বিশেষ কলামে এ কথা বলেন থেরেসা মে। ওই কলামে মে লেখেন, ‘এ সপ্তাহে দেশের কাছে আমার বার্তা খুবই সাধারণ : কী পরিণাম হতে যাচ্ছে সেদিকে আমাদের চোখ রাখাতে হবে। আমরা যদি একমত হতে না পারি, তাহলে ব্রেক্সিট না হওয়ার মতো ঝুঁকির মধ্যে দিয়ে আলোচনা শেষ করতে হবে।’ আগামী মার্চে ইইউ বøক থেকে বের হয়ে যাওয়ার কথা রয়েছে ব্রিটেনের যা সংক্ষেপে ‘ব্রেক্সিট’ নামে পরিচিত। এই ব্রেক্সিটের ব্যাপারে গত সপ্তাহে একটি পরিকল্পনা তুলে ধরেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে। সেই পরিকল্পনায় ইইউ থেকে বের হয়ে গেলেও তাদের সঙ্গে বাণিজ্যের ব্যাপারে নমনীয়তা দেখান থেরেসা মে। তার এই পরিকল্পনার প্রতিবাদে দেশটির দুইজন জ্যেষ্ঠ মন্ত্রী পদত্যাগ করেছেন। তা ছাড়া, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও এক সংবাদপত্রের সাক্ষাৎকারে বিষয়টির কড়া সমালোচনা করেছেন। থেরেসা মে আরো লেখেন, ‘ইইউর সাথে আগামী পর্বের আলোচনায় ব্রিটেন শক্ত অবস্থান নেবে।’ তিনি লেখেন, ‘কিছু লোক প্রশ্ন রেখেছেন যে, আমাদের ব্রেক্সিট চুক্তি কি আমাদের পশ্চাৎগমনের প্রারম্ভিকা কি না। আমাকে বিষয়টি পরিষ্কার করতে দিন। আমাদের ব্রেক্সিট চুক্তি কোনো ইচ্ছার তালিকা না যেখান থেকে আলোচকরা যেটি ইচ্ছা তুলবেন ও পছন্দ করবেন। এটি কিছু অআলোচ্য ফলাফলসহ একটি পূর্ণাঙ্গ পরিকল্পনা।’ রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: থেরেসা

১৩ ফেব্রুয়ারি, ২০১৯

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ