Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

থেরেসাকে সরাতে সম্মত দলের ৪০ এমপি

নেতৃত্ব থেকে সরাতে আট আইনপ্রণেতার অনাস্থা ভোট লাগবে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১২ নভেম্বর, ২০১৭, ৮:৩২ পিএম

ব্রিটিশ পার্লামেন্টের ৪০ জন সদস্য প্রধানমন্ত্রী থেরেসা মে’র বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব দিতে একটি চিঠিতে স্বাক্ষর করার ব্যাপারে সম্মত হয়েছে। এরা সবাই ক্ষমতাসীন কনজারভেটিভ দলের সদস্য। ব্রিটিশ সংবাদমাধ্যম সানডে টাইমস এ তথ্য জানিয়েছে। প্রসঙ্গত, গত জুনে আগাম নির্বাচনে পার্লামেন্টে দলের সংখ্যাগরিষ্ঠতা হারায় কনজারভেটিভ পার্টি। এর পর থেকেই দলের কর্তৃত্ব নিয়ে বেশ চাপের মুখে রয়েছেন মে। বেক্সিট ইস্যু নিয়ে দলের আইনপ্রণেতাদের বিভক্তি এবং বেশ কয়েকজন মন্ত্রীর কেলেঙ্কারি আরো চাপে ফেলেছে ব্রিটিশ প্রধানমন্ত্রীকে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, থেরেসা মে’কে দলের নেতৃত্ব ও প্রধানমন্ত্রীত্ব থেকে সরাতে হলে দলের আরো আট আইনপ্রণেতার অনাস্থা ভোট লাগবে। চলতি মাসে থেরেসা মে তার দুই মন্ত্রীকে হারিয়েছেন। যৌন কেলেঙ্কারি ফাঁস হওয়া প্রতিরক্ষামন্ত্রী মাইকেল ফ্যালন পদত্যাগে বাধ্য হয়েছেন। এর রেশ না কাটতেই ইসরাইলের সেনাবাহিনীকে ত্রাণ হিসেবে ব্রিটিশ জনগণের করের অর্থ দেয়ার বিষয়ে ইসরাইলি কর্মকর্তাদের সঙ্গে আলোচনার অভিযোগ ওঠে ত্রাণমন্ত্রী প্রীতি প্যাটেলের বিরুদ্ধে। চলতি সপ্তাহে প্রীতি প্যাটেল চাপের মুখে পদত্যাগ পত্র জমা দিয়েছেন। সানডে টাইমস, রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: থেরেসা

১৩ ফেব্রুয়ারি, ২০১৯

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ