Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইরানকে থামাতে পুতিনের সাহায্য চান থেরেসা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১১ মে, ২০১৮, ৯:৩৬ পিএম

ইসরাইলের দখলকৃত ভূখন্ডের সিরিয়া থেকে ইরানের ‘রকেট হামলা’র ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে যুক্তরাজ্য ও ফ্রান্স। এমন ঘটনার পুনরাবৃত্তি যাতে আর না সেজন্য ইরানকে থামাতে রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের সাহায্য চেয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে। বৃহস্পতিবার থেরেসা মে’র একজন মুখপাত্র সাংবাদিকদের বলেন, আমরা ইসরাইলে ইরানের হামলার নিন্দা জানাই। নিজের আত্মরক্ষার সব অধিকার ইসরাইলের রয়েছে। থেরেসা মে বলেন, এ ধরনের আরও হামলা থেকে বিরত থাকতে আমরা ইরানের প্রতি আহ্বান জানাই। একইসঙ্গে সব পক্ষকে শান্ত থাকার আহ্বান জানাচ্ছি। ইরান যাতে এমন পদক্ষেপের পুনরাবৃত্তি না ঘটায় সেজন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে দেশটির ওপর তার প্রভাবকে ব্যবহারের আহ্বান জানাই। অন্যদিকে জার্মানিও ইসরাইলে হামলার চালানোর ঘটনায় ইরানের নিন্দা জানিয়েছে। জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেন, ইসরাইলের সামরিক ঘাঁটিতে ইরানের হামলা গভীর উদ্বেগজনক। ইসরাইলের সেনাবাহিনী দাবি, দেশটির দখলকৃত সিরীয় ভূখন্ডের গোলান মালভূমিতে রকেট হামলা চালিয়েছে ইরান। ইসরাইলের দাবি অনুযায়ী, ইরানের সেনাবাহিনী রেভ্যুলুশনারি গার্ড বৃহস্পতিবার ভোরে অন্তত ২০টি রকেট ছুড়েছে। এসব রকেটের কয়েকটি ভূপাতিত করেছে ইসরাইলি সেনাবাহিনী। তবে এতে কোনও হতাহতের ঘটনা ঘটেনি। ইসরাইলের প্রতিরক্ষা বাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, হামলার ঘটনাটিকে গুরুত্ব দিয়ে সিরিয়ায় ইরানের সামরিক স্থাপনায় বড় ধরনের বিমান হামলা চালিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে। যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, সিরিয়ায় ইরানের অস্ত্রঘাঁটিতে ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১৪ জন সরকারপন্থী যোদ্ধা নিহত হয়েছে। নিহতদের মধ্যে ইরানের সেনাবাহিনীর আট সদস্যও রয়েছে। গার্ডিয়ান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: থেরেসা

১৩ ফেব্রুয়ারি, ২০১৯

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ