মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন বলেছেন, কাতারের সঙ্গে সউদী আরব ও তার মিত্রদের চলমান সংকট কূটনৈতিকভাবে সমাধান করতে হবে। ক্রেমলিনের এক বিবৃতিতে এ কথা বলা হয়েছে বলে সংবাদ মাধ্যম জানায়। এতে বলা হয়েছে, বিরাজমান কঠিন পরিস্থিতি স্বাভাবিক করতে এবং মত পার্থক্য দূর করতে রাজনৈতিক ও কূটনৈতিক তৎপরতার ওপর গুরুত্বারোপ করেছেন প্রেসিডেন্ট পুতিন। কাতার এবং বাহরাইন আলোচনা শুরু করেছে বলে উল্লেখ করে এতে বলা হয়, জ্বালানি ক্ষেত্রে সহযোগিতা বাড়ানো এবং বিনিয়োগ নিয়েও রাশিয়ার সঙ্গে আলোচনা হয়েছে। পারস্য উপসাগরীয় চারটি দেশ গত ৫ জুন কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার পাশাপাশি দেশটির ওপর কঠোর অবরোধ আরোপ করে। সন্ত্রাসবাদের সঙ্গে কথিত যোগসাজশের অভিযোগ এনে এ পদক্ষেপ নেয়া হলেও ওই অভিযোগ পরিষ্কার ভাষায় প্রত্যাখ্যান করে দোহা। তাস, আরটি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।