মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : একে একে অতিথিরা আসছেন। সবাই সিনেমার সুপার হিরোদের সাজে; কেউ ব্যাটম্যান, কেউ সুপারম্যান আবার কেউবা আয়রন ম্যানের সাজে। সবার এই প্রচেষ্টা তাদের রাজকন্যার মুখে হাসি ফোটানোর জন্য। পাঁচ বছরের রাজকন্যা এইলেড পিটারসনের আজ বিয়ে। স্কটল্যান্ডের বাসিন্দা ছোট্ট এই শিশুটি দুরারোগ্য ক্যানসারে (নিউরোবøাস্টোমা)। জীবনের স্বাদ বুঝে ওঠার আগেই পৃথিবী ছাড়ার প্রহর গুণছে হাস্যোজ্জ্বল মেয়েটি। ছোট্ট এই শিশুটির ইচ্ছে ছিল তার সবচে প্রিয় বন্ধু ছয় বছর বয়সী হ্যারিসন গ্রিয়ারকে বিয়ে করার। তার এই ছোট্ট জীবনের সায়াহ্নে তার মুখে একটু হাসি দেখার জন্যই দুই পরিবারের সম্মতিতে এই বিয়ের আয়োজন। ক্যান্সার ধরা পড়ার পর থেকেই আপ্রাণ চেষ্টা চলছে তাকে বাঁচানোর। পাশে ছিল গ্রিয়ার পরিবারও। এ অবস্থায় এইলেড নিজেই যখন প্রিয় বন্ধু হ্যারিসনকে বিয়ে করার আবদার করে বসল, তখন একটুও না ভেবে তাতে সম্মতি দিল দুই পরিবার। শুধু সম্মতি কেন, এইলেডের এই ইচ্ছেকে তার ছোট্ট জীবনের স্মরণীয়তম মুহূর্ত করে রাখতে তোড়জোড় শুরু করে দেয় দুই পরিবার। এইলেড-হ্যারিসনের বিয়ে উপলক্ষে একত্রিত হলেন দুই পরিবারের সদস্যরা। এর আগে কখনও কোনও বিয়ের অনুষ্ঠানে যায়নি হ্যারিসন। তাই সন্ধ্যার প্রতিটি মুহূর্ত, প্রতিটি আয়োজনই ছিল তার কাছে একেকটা চমক। আর ছোট্ট এইলেড তো বেজায় খুশি তার প্রিয় বন্ধুকে পাশে পেয়ে। গোলাপি ফ্রকে ছোট্ট পরীর মতো এইলেডকে ঘিরে উৎসবে মেতেছিলেন উপস্থিত সকলেই। এইলেডের মা গেইল প্যাটারসন শোনান এইলেডের ছোট জীবনের নানা গল্প। ওয়েবসাইট।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।