Inqilab Logo

মঙ্গলবার, ২১ মে ২০২৪, ০৭ জ্যৈষ্ঠ ১৪৩১, ১২ জিলক্বদ ১৪৪৫ হিজরী

আফগানদের ইউনিফর্মে যুক্তরাষ্ট্রের ২৮ মিলিয়ন ডলার অপচয়

| প্রকাশের সময় : ২৩ জুন, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : যুদ্ধ পর্যবেক্ষণের দায়িত্বে নিয়োজিত যুক্তরাষ্ট্রের মহাপরিদর্শকের দেওয়া তথ্যমতে, আফগান ন্যাশনাল আর্মির ইউনিফর্মের পেছনে মার্কিন করদাতাদের ২৮ মিলিয়ন ডলার অপচয় করা হয়েছে। মহাপরিদর্শক জন সপকো এক প্রতিবেদনে জানিয়েছেন, আফগানিস্তানের মোট ভূভাগের মাত্র ২ দশমিক ১ শতাংশ বনভূমি হওয়া সত্তে¡ও আফগান সেনাদের জন্য ফরেস্ট প্যাটার্ন ইউনিফর্ম কেনা হয়েছে। আফগানিস্তানের পরিবেশের সঙ্গে মানানসই কিনা, তা বিবেচনা না করেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জন সপকো জানিয়েছেন, ২০০৭ সালে তৎকালীন আফগান প্রতিরক্ষামন্ত্রী ফরেস্ট প্যাটার্ন ইউনিফর্ম কেনার সিদ্ধান্ত গ্রহণ করেন। জঙ্গলের ছবিখোচিত সেনাবাহিনীর পোশাককে ফরেস্ট প্যাটার্ন ইউনিফর্ম বলা হয়। ১৭ পৃষ্ঠার প্রতিবেদনে মহাপরিদর্শক সপকো বলেছেন, প্রাক্তন আফগান প্রতিরক্ষামন্ত্রী আবদুল রহিম ওয়ারদাক মার্কিন সেনাদের জন্য তখন নির্ধারিত অপেক্ষাকৃত কম মূল্যের ইউনিফর্মের বদলে আফগান সেনাদের জন্য বেশি দামের ইউনিফর্ম কেনেন। সেই সময় মার্কিন কর্মকর্তারা বলেছিলেন, তারা প্রতিরক্ষামন্ত্রী ওয়ারদাকের সঙ্গে অনলাইনে ইউনিফর্ম প্যাটার্ন খুঁজেছিলেন। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আফগান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ