Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিরিয়ায় সন্ত্রাস বিরোধী অভিযানে উপকৃত হয়েছে রুশ বাহিনী : পুতিন

| প্রকাশের সময় : ১৮ জুন, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন বলেছেন, সিরিয়ায় সন্ত্রাস বিরোধী অভিযানের মধ্য দিয়ে তার দেশের সশস্ত্র বাহিনী এবং প্রতিরক্ষা শিল্প উপকৃত হয়েছে। পুতিনের বরাত দিয়ে চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া এ খবর দিয়েছে। পুতিন বলেন, সেনা এবং অত্যাধুনিক অস্ত্র সিরিয়ার যুদ্ধে মোতায়েনের মধ্য দিয়ে অমূল্য অভিজ্ঞতা অর্জন করা হয়েছে। এতে রুশ সশস্ত্র বাহিনী ভিন্ন একটি মান অর্জন করেছে। এ ছাড়া, নতুন গঠিত ইউনিটগুলো খুবই কার্যকর ভাবে কাজ করেছে বলেও জানান তিনি। তিনি বলেন, সিরিয়ার নতুন নতুন অস্ত্র ব্যবহারের মাধ্যমে রাশিয়া বুঝতে পেরেছে যুদ্ধ পরিস্থিতিতে সেগুলো কি ভাবে কাজ করে। তা ছাড়া, রুশ প্রতিরক্ষা শিল্পের প্রতিনিধিরা প্রয়োজনীয় রদবদল করার জন্য সরেজমিনে সিরিয়া সফর করেছেন বলেও জানান তিনি। দামেস্কের আমন্ত্রণে ২০১৫ সাল থেকে সিরিয়ার সন্ত্রাস বিরোধী অভিযানে অংশ গ্রহণ করছে রাশিয়া। অবশ্য এরই মধ্যে বেশির ভাগ রুশ সেনাকে প্রত্যাহার করা হয়েছে। সিনহুয়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পুতিন

২৪ ফেব্রুয়ারি, ২০২৩
২৩ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ