মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন বলেছেন, সিরিয়ায় সন্ত্রাস বিরোধী অভিযানের মধ্য দিয়ে তার দেশের সশস্ত্র বাহিনী এবং প্রতিরক্ষা শিল্প উপকৃত হয়েছে। পুতিনের বরাত দিয়ে চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া এ খবর দিয়েছে। পুতিন বলেন, সেনা এবং অত্যাধুনিক অস্ত্র সিরিয়ার যুদ্ধে মোতায়েনের মধ্য দিয়ে অমূল্য অভিজ্ঞতা অর্জন করা হয়েছে। এতে রুশ সশস্ত্র বাহিনী ভিন্ন একটি মান অর্জন করেছে। এ ছাড়া, নতুন গঠিত ইউনিটগুলো খুবই কার্যকর ভাবে কাজ করেছে বলেও জানান তিনি। তিনি বলেন, সিরিয়ার নতুন নতুন অস্ত্র ব্যবহারের মাধ্যমে রাশিয়া বুঝতে পেরেছে যুদ্ধ পরিস্থিতিতে সেগুলো কি ভাবে কাজ করে। তা ছাড়া, রুশ প্রতিরক্ষা শিল্পের প্রতিনিধিরা প্রয়োজনীয় রদবদল করার জন্য সরেজমিনে সিরিয়া সফর করেছেন বলেও জানান তিনি। দামেস্কের আমন্ত্রণে ২০১৫ সাল থেকে সিরিয়ার সন্ত্রাস বিরোধী অভিযানে অংশ গ্রহণ করছে রাশিয়া। অবশ্য এরই মধ্যে বেশির ভাগ রুশ সেনাকে প্রত্যাহার করা হয়েছে। সিনহুয়া।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।