Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

সংলাপের মাধ্যমে কাতার সঙ্কট সমাধানে এরদোগানের আহ্বান

যুক্তরাষ্ট্রে দেহরক্ষীদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নিন্দা

| প্রকাশের সময় : ১৮ জুন, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান গত শুক্রবার কাতার ও ফরাসি নেতাদের সাথে টেলিফোনে উপসাগরীয় সঙ্কট নিয়ে ত্রিপাক্ষিক আলোচনা করেন। এছাড়া প্রেসিডেন্ট এরদোগান সংলাপের মাধ্যমে কাতার সঙ্কট সমাধানে সাহায্য করার আহŸানও জানিয়েছেন। প্রেসিডেন্ট সূত্র বিষয়টি জানায়। কাতারি আমীর শেখ তামিম বিন হামাদ আল থানি এবং ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের সঙ্গে ত্রিপাক্ষিক আলোচনায় এরদোগান উপসাগরীয় অঞ্চলের সা¤প্রতিক সমস্যা তুলে ধরেন। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার ওপর নিষেধাজ্ঞা থাকায় সংবাদ দাতার নাম প্রকাশ করা হয়নি। সূত্রটি জানায়, এ ত্রিপাক্ষিক আলোচনায় তারা এ অঞ্চলের উত্তেজনা দ্রæত প্রশমন করার বিষয়ে মতবিনিময় করেন। নেতৃবৃন্দ জোর দিয়ে বলেন যে, শুধুমাত্র সংলাপ এবং আলোচনার মাধ্যমেই বর্তমান উপসাগরীয় সঙ্কট মোকাবেলা করা সম্ভব এবং এই সঙ্কটের সমাপ্তির জন্য সমর্থন কামনা করা হয়। অপর এক খবরে বলা হয়, ওয়াশিংটনে তুর্কি দূতাবাসের বাইরে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগানের দেহরক্ষীরা প্রেসিডেন্টের নিরাপত্তা নিশ্চিত করতে একটি বিবাদে জড়িয়ে পড়ে। এ কারণে যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট এরদোগানের দেহরক্ষীদের উপর গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। যুক্তরাষ্ট্রের এমন কর্মকাÐের তীব্র সমালোচনা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট। মে মাসে এরদোগানের যুক্তরাষ্ট্র সফরকালে তুরস্কের ওয়াশিংটন দূতাবাসের বাইরে একটি বিবাদের ঘটনা ঘটেছিল। এ ঘটনায় ওয়াশিংটন ডিসি পুলিশ বৃহস্পতিবার তুর্কি প্রেসিডেন্টের দেহরক্ষীদের উপর গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। গত বৃহস্পতিবার রাজধানী আঙ্কারাতে একটি ইফতার অনুষ্ঠানে প্রেসিডেন্ট এরদোগান বলেন, তারা আমার দেহরক্ষীদের ১২ জন দেহরক্ষীর উপর গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। ক্ষুব্ধ তুর্কি প্রেসিডেন্ট আরো বলেন, এটা কি ধরনের আইন? যদি আমার দেহরক্ষীরা আমাকে রক্ষা করতে না পারে তবে কেন আমি তাদেরকে আমার সাথে আমেরিকায় আনবো? আনাদোলু নিউজ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কাতার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ