Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কাতারে মার্কিন যুদ্ধ জাহাজ

আল-উদেইদ ঘাঁটিতে রয়েছে ১১ হাজার মার্কিন সেনা

| প্রকাশের সময় : ১৬ জুন, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : উপসাগরীয় দেশ কাতারে চলমান কূটনৈতিক সংকটের মাঝে দেশটির সঙ্গে যৌথ সামরিক মহড়ায় অংশ নিতে রাজধানী দোহায় পৌঁছেছে মার্কিন নৌবাহিনীর দুটি যুদ্ধ জাহাজ। এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। বর্তমানে দেশটির আল-উদেইদ বিমান ঘাঁটিতে অবস্থান করছেন ১১ হাজার মার্কিন সেনা। রয়েছে শতাধিক যুদ্ধ বিমান। বিবৃতিতে বলা হয়, গত বুধবার দোহার হামাদ বন্দরে পৌঁছেছে মার্কিন নৌ বাহিনীর জাহাজ দুটি। মার্কিন ক্রুদের স্বাগত জানিয়েছে কাতারের নৌ সেনারা। দেশটির রাজকীয় নৌবাহিনীর সঙ্গে যৌথ সামরিক মহড়ায় অংশ নেবে মার্কিন সামরিক জাহাজ দুটি। তবে চলমান সংকট শুরুর আগে নাকি পরে এ যৌথ সামরিক মহড়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে তা নিশ্চিত নয়। গত ৫ জুন সউদী প্রশাসনের পক্ষ থেকে প্রথম দোহার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা আসে। এরপর এ তালিকায় যুক্ত হয় মিসর, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, লিবিয়া, ইয়েমেন, জর্ডান এবং মাল্লীপ। দেশটির বিরুদ্ধে সন্ত্রাসবাদ সমর্থন ও আঞ্চলিক স্থিতিশীলতা নষ্টের অভিযোগ তোলা হয়। কাতারের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়ে রেখেছে সংযুক্ত আরব আমিরাত। কাতারসংশ্লিষ্ট ৫৯ জন ব্যক্তি ও ১২টি সংগঠনের নাম সম্বলিত সন্ত্রাসীদের তালিকা প্রকাশ করেছে সউদী জোট। আল-জাজিরা, রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কাতার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ