মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাট্টিস কংগ্রেসকে বলেছেন, আফগানিস্তানে তালেবান বিরোধী যুদ্ধে জয়ের অবস্থানে নেই আমেরিকা। তবে এই পরিস্থিতি শিগগিরই পরিবর্তিত হবে বলে তিনি প্রতিশ্রæতি দিয়েছেন। ম্যাট্টিস বলেছেন, তিনি আগামী এক মাসের মধ্যে তালেবানকে পরাজিত করার লক্ষ্যে মার্কিন সরকারের নয়া কৌশল কংগ্রেসে পেশ করবেন। মার্কিন সিনেটের সশস্ত্র বাহিনী বিষয়ক কমিটির এক শুনানিতে এসব কথা বলেন প্রতিরক্ষামন্ত্রী। তিনি বলেন, তার দৃষ্টিতে তালেবান আফগানিস্তানে আবার শক্তি সঞ্চয় করছে। এ সময় ম্যাটিসকে উদ্দেশ করে প্রভাবশালী রিপাবলিকান সিনেটর জন ম্যাককেইন বলেন, মার্কিন সরকারকে অবিলম্বে নিজের কৌশল পরিবর্তন করে আফগানিস্তানে আরো বেশি সেনা পাঠাতে হবে। এর জের ধরে জিম ম্যাট্টিস বলেন, হোয়াইট হাউজ এই প্রয়োজন উপলব্ধি করছে। আফগানিস্তানে বর্তমানে ৮ হাজার মার্কিন সেনা মোতায়েন রয়েছে যাদের বেশিরভাগই আফগান সেনাবাহিনীকে প্রশিক্ষণ দেয়ার কাজে ব্যস্ত রয়েছে। আফগানিস্তানে মোতায়েন মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো বাহিনীর কমান্ডার জেনারেল জন নিকেলসন এর আগে বলেছিলেন, তালেবান বিরোধী যুদ্ধে জয় পেতে হলে আফগানিস্তানে মার্কিন সেনা সংখ্যা বাড়াতে হবে। মার্কিন সিনেটের মঙ্গলবারের শুনানির পর ধারণা করা হচ্ছে, আফগানিস্তানে অতিরিক্ত সেনা পাঠাতে যাচ্ছে আমেরিকা। পার্সটুডে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।