Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রিন্সিপাল আল্লামা নুরুল আলম খানের ইন্তেকাল

| প্রকাশের সময় : ১৪ জুন, ২০১৭, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : আহলে সুন্নাত ওয়াল জমা’আতের শীর্ষ স্থানীয় আলেমেদ্বীন, ইসলামী ফ্রন্ট মজলিশে শূরা সদস্য প্রিন্সিপাল আল্লামা ক্বারী মুহাম্মদ নুরুল আলম খান (৭০) গতকাল (মঙ্গলবার) সকাল ১০টা ৫০ মিনিটে নগরীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ওয়াইন্না ইলাইহি রাজেউন)। তিনি স্ত্রী, ৭ ছেলে এবং ২ মেয়েসহ অসংখ্য ছাত্র ও গুণগ্রাহী রেখে যান। লেখক ও সাংবাদিক আ ব ম খুরশিদ খানের পিতা আল্লামা নুরুল আলম খান জীবদ্দশায় চট্টগ্রাম আল আমিন বারিয়া কামিল মাদ্রাসা, হালিশহর তৈয়্যবিয়া আলিয়া, হাটহাজারী আনোয়ারুল উলুম নোমানিয়া সিনিয়র মাদ্রাসা, আহমদিয়া করিমিয়া সিনিয়র মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল, আহসানুল উলুম গাউসিয়া আলিয়া মাদ্রাসার ভাইস প্রিন্সিপালের দায়িত্ব পালন করেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি হামজারবাগ হামজার খাঁ জামে মসজিদে খতিবের দায়িত্ব পালন করেন।
গতকাল বাদে আসর হামজারবাগ হামজার খাঁ জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমের পুত্র মাওলানা আহমদ উল্লাহ ফোরকান খান আলকাদেরীর ইমামতিতে প্রথম জানাযা এবং রাত ৯টায় চন্দনাইশ সৈয়দাবাদ গ্রামস্থ গাউসুল আজম জামে মসজিদ মাঠে মাওলানা মুহাম্মদ নুরুল্লাহ রায়হান খানের ইমামতিতে দ্বিতীয় নামাযে জানাযা এবং রাতে তৃতীয় জানাযা শেষে তাকে হামজারবাগ হামজার খাঁ শাহী জামে মসজিদ কবরস্থানে দাফন করা হয়।
এদিকে প্রিন্সিপাল আল্লামা নুরুল আলম খানের ইন্তেকালে আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রেসিডেন্ট আল্লামা কাযী মুহাম্মদ নুরুল ইসলাম হাশেমী, আল্লামা মুফতি মুহাম্মদ ইদ্রিচ রেজভী, আল্লামা মুফতি ওবাইদুল হক নঈমী, আল্লামা আজিজুল হক আলকাদেরী, আল্লামা নুরুল মনোয়ার, সৈয়দ মুহাম্মদ মছিহুদ্দৌলা, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান আল্লামা এম এ মান্নান, মহাসচিব মাওলানা এম এ মতিন গভীর শোক প্রকাশ করেছেন।



 

Show all comments
  • omar ১৪ জুন, ২০১৭, ২:০৮ এএম says : 0
    ইন্নালিল্লাহে ওয়াইন্না ইলাইহি রাজেউন
    Total Reply(0) Reply
  • Md Sha Hossain ১৪ জুন, ২০১৭, ১২:৪৭ পিএম says : 0
    ইন্না লিল্লাহে ও ইন্না ইলাহি রাজিউন। আল্লহপাক্ উনাকে জান্নাতনসিব করুন।আমিন্
    Total Reply(0) Reply
  • MIZAN UDDIN SAHINE ১৪ জুন, ২০১৭, ৪:৪৭ পিএম says : 0
    Innalillahi wa inna ilaihi rajeon
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইন্তেকাল


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ