Inqilab Logo

বৃহস্পতিবার ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১, ০৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিপর্যয় আমার কারণে, আমিই পরিত্রাণ দেব

সংখ্যাগরিষ্ঠতা হারানোর দায় কাঁধে নিয়ে দলীয় এমপিদের কাছে ক্ষমা প্রার্থনা করে থেরেসা

| প্রকাশের সময় : ১৪ জুন, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : সাধারণ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা হারানোর দায় নিজের কাঁধে তুলে নিয়ে নিজ দলের এমপিদের কাছে ক্ষমা চেয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী থেরেসা মে। সরকারি দায়িত্বে নেই, ক্ষমতাসীন রক্ষণশীল (টোরি) দলের এমন এমপিদের সঙ্গে গত সোমবার এক বৈঠকে তিনি নির্বাচনী ব্যর্থতার দায় স্বীকার করে তিনি ক্ষমা চেয়েছেন বলে জানিয়েছে বিবিসি। বৈঠকে আগাম নির্বাচন ডাকার দায় নিজের কাঁধে তুলে নিয়ে এতে দলের যে ক্ষতি হয়েছ তা পুষিয়ে দেওয়ার আশ্বাসও দিয়েছেন তিনি। এমপিদের বলেছেন, আমি এই বিপর্যয়ে ফেলেছি, আমিই পরিত্রাণ দেব। দলের এমপিরা যতদিন চাইবে ততদিনই তিনি দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন ব্রিটেনের সবচেয়ে বড় রাজনৈতিক দলটির বর্তমান প্রধান। দেড় ঘণ্টার এই বৈঠকে মে’কে অনুতপ্ত ও আন্তরিক দেখা গেলেও তিনি ভেঙে পড়েননি বলে বৈঠকে উপস্থিত এক জ্যেষ্ঠ পার্লামেন্ট সদস্য জানিয়েছেন। ২০১৫-র পার্লামেন্ট নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পেলেও গত শুক্রবারের আগাম নির্বাচনে মে’র দল ওই সংখ্যাগরিষ্ঠতা হারায়। পরে ১০ আসন পাওয়া ডেমোক্রেটিক ইউনিয়ন পার্টির (ডিইউপি) সঙ্গে জোট বেধে সরকার গঠনের সিদ্ধান্তের কথা জানায় বিপর্যস্ত দলটি। তবে সরকার গঠনে দুই পার্টি এখনও সব বিষয়ে একমত হতে পারেনি বলে জানিয়েছে সংবাদ মাধ্যম। নিজ দলের এমপিদের সঙ্গে বৈঠকের আগে মে ডিইউপির সঙ্গে দুই ঘণ্টা বৈঠক করেন। ডিইউপি সদস্যরা টোরি নেতৃত্বাধীন সরকারের কোনো সিদ্ধান্তে ভেটো দিবে না বলে নিজ দলের এমপিদের নিশ্চিত করেছেন তিনি। দুই দলের সম্মতির ভিত্তিতেই সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে ডিইউপির সঙ্গে আলোচনা হয়েছে বলেও জানিয়েছেন তিনি। খবরে বলা হয়, দুই দলের সরকার গঠনের আলোচনা চূড়ান্ত না হওয়ায় পার্লামেন্টে রানীর ভাষণ নির্ধারিত সময়ে হবে কি না, সে বিষয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে। জ্যেষ্ঠ এক মন্ত্রী বলেছেন, টোরি ও ডিইউপি সদস্যরা সব বিষয়ে একমত হতে পারবে বলে তিনি আশাবাদী এবং এর মধ্যেই রানীর ভাষণও প্রস্তুত হয়ে যাবে। যদিও ফার্স্ট সেক্রেটারি ডেমিয়েন গ্রিন বলছেন, নির্ধারিত দিনেই রানির ভাষণ অনুষ্ঠিত হবে সেই বিষয়ে তিনি নিশ্চিত নন। নির্বাচনের পর ১৯ জুন নতুন সরকারের প্রথম অধিবেশনে পার্লামেন্টে রানী এলিজাবেথের ভাষণ দেওয়ার কথা। প্রথা অনুযায়ী, নতুন সরকারের প্রথম অধিবেশনে ভাষণ দেন রানি। মন্ত্রীদের লিখে দেওয়া ওই ভাষণে সরকারের বছরব্যাপী পরিকল্পনা ও কর্মসূচীর কথাও থাকে। বিবিসি, রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নির্বাচন

২ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ