Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাত পোহালেই পার্বতীপুর বস্ত্র ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২ মার্চ, ২০২৩, ৮:৫৩ পিএম

ছোট হোক বড় হোক নির্বাচন নির্বাচনই। রাত পোহালেই পার্বতীপুর বস্ত্র ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রচার-প্রচারণা জমে উঠেছে ব্যাপকভাবে। আজ রাতেই শেষ হবে এই নির্বাচনী প্রচারণা। গতকাল শুক্রবার (৩ মার্চ) পার্বতীপুর বস্ত্র ব্যবসায়ী উন্নয়ন সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সকাল ১০ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত একটানা গোপন ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ চলবে। ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে বস্ত্র ব্যবসায়ী সমিতির কার্যালয়ে। মোঃ আব্দুর রফিক কে প্রধান করে ৫ সদস্য একটি নির্বাচনি কমিশন গঠন করা হয়। মোট ভোটার সংখ্যা ১৪৭। ২০ জন প্রার্থীর মধ্যে ১ জন বিনা প্রতিদ্বন্দীতায়, ১ জন প্রত্যাহার, ১৮ জন নির্বাচনে অংশ নিবে। সভাপতি পদে লড়ছেন সাবেক সভাপতি মোঃ রাকিব উল ইসলাম ও মোঃ লিয়াকত আলী। সাধারণ সম্পাদক পদে সাবেক সাধারণ সম্পাদক তরুণ বস্ত্র ব্যবসায়ী আবুল কালাম আজাদ ও শফিকুল ইসলামসহ কার্যকারী কমিটির বিভিন্ন পদে প্রতিদ্বন্দীতা করবেন। ১৯৮২ সালে প্রতিষ্ঠাকালে আহ্বায়ক মোশারফ হোসেন, সদস্য নাজির হোসেন ব্যাপারী, আব্দুল হাদী, এম এ লতিফ ও আতিয়ার রহমানকে নিয়ে পার্বতীপুর বস্ত্র ব্যবসায়ী সমিতির পথচলা শুরু।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ