Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দু’হাজার লোকের গরুর গোশত ভক্ষণ

| প্রকাশের সময় : ১৪ জুন, ২০১৭, ১২:০০ এএম

মিজোরামে ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠকের সামনে প্রকাশ্যে অভিনব প্রতিবাদ
ইনকিলাব ডেস্ক : ভারতের গরুর গোশত নিয়ে চলমান বিতর্কে এবার অভিনব প্রতিবাদ জানালেন মিজোরামের অধিবাসীরা। তারা একসঙ্গে দু’হাজার মানুষ একত্রিত হয়ে গরুর গোশত ভক্ষণ করে এর প্রতিবাদ জানালো। গত সোমবার উত্তর-পূর্ব ভারতের কংগ্রেস-শাসিত রাজ্য মিজোরামের রাজধানী আইজলে ভারত-মিয়ানমার সীমান্ত পরিস্থিতি নিয়ে এক আলোচনায় অংশ নিতে এসেছিলেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। রাজ্যের বিধানসভায় অনুষ্ঠিত এই বৈঠকের সামনেই ভানাপা পাহাড়ে ভারী বর্ষণকে উপেক্ষা করেই সাধারণ মানুষ সমবেত হন এই প্রতিবাদ জানাতে। মিজোরামের অরাজনৈতিক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান জোলাইফ এই অভিনব আন্দোলনের ডাক দেয়। তাদের দাবি, ভারতের সংবিধান সব ধর্মের মানুষের জন্যই প্রযোজ্য। সেখানে বিশেষ কোনো ধর্মের মানুষের খাবারের ওপর নিষেধাজ্ঞা নয়। জোলাইফের আহŸায়ক রেমরুলা ভেরতে সাংবাদিকদের বলেন, খাদ্যাভ্যাস মানুষের ব্যক্তিগত বিষয়। কোনো রাজনীতির বিষয় নয়। ভারতের সংবিধান সব ধর্মের মানুষের জন্যই প্রযোজ্য। সেখানে গরুর গোশত খাওয়া নিষিদ্ধ নয়। সেই অধিকার রক্ষার্থেই মিজোরামের বাসিন্দাদের এই অরাজনৈতিক প্রতিবাদ। ভারতে গরুর গোশত নিয়ে দ্ব›দ্ব এখন চরমে। স¤প্রতি গরু-মহিষের গোশত বিক্রির ওপর দেশটির কেন্দ্রীয় সরকারের নিষেধাজ্ঞা নিয়ে দেখা দেয় বিতর্ক। এরপরই বিভিন্ন রাজ্যে দেখা দেয় এর সমর্থনে ও প্রতিবাদে নানারকম কার্যক্রম। অবশ্য বৈঠকে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকের এক প্রশ্নের জবাবে বলেন, কেন্দ্রীয় সরকার কখনো মানুষের খাদ্যাভাসের পছন্দের তালিকায় প্রতিবন্ধকতা সৃষ্টি করবে না। ভারতের উত্তর-পূর্বাঞ্চলের রাজ্য মিজোরামের ৮৭ দশমিক ১৬ শতাংশ মানুষই খ্রিস্টান স¤প্রদায়ের। মুসলমান রয়েছে ১ দশমিক ৩৫ শতাংশ। আর হিন্দু ধর্মাবলম্বী মাত্র ২ দশমিক ৭৫ শতাংশ। এখানকার উপজাতিদের মধ্যেও গরুর গোশত বেশ জনপ্রিয়। তাই মিজোরামজুড়েই চলছে গরু-বিতর্ক। তার কিছুটা আঁচ পেলেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীও। ইন্ডিয়া নিউজ, এমএসএন।



 

Show all comments
  • kasem ১৪ জুন, ২০১৭, ২:১১ এএম says : 0
    that's good
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গরু

২৪ জুন, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ