প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
প্রতি বছরই কোরবানির বড় এবং আকর্ষণীয় গরুর বিচিত্র নাম রাখা হয়। রাজা-বাদশা থেকে শুরু করে বিভিন্ন ধরনের নাম দেয়া হয়। তবে এবারই সিনেমার নায়কদের নামে গরুর নাম দেয়া হয়েছে। এ তালিকায় রয়েছেন চিত্রনায়ক শাকিব খান, জায়েদ খান, তথাকথিত নায়ক হিরো আলম। এ নিয়ে চিত্রনায়ক ওমর সানি প্রতিবাদ করেছেন। ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি ক্ষুদ্ধতা প্রকাশ করেছেন। তিনি লিখেছেন, পবিত্র কোরবানির গরুর নাম কারও নামের সঙ্গে নামকরণ ঠিক নয়। ইসলামের সঙ্গে এটা যায় না। তিনি লিখেন, আফ্রিকাতে কিংবা বাংলাদেশে কিছু হায়েনা আছে, তাদেরকে ওই নামগুলো ট্রান্সফার করেন। অবশ্য হিরো আলম তার নামে গরুর নাম রাখায় মন্তব্য করে বলেছেন, ভক্তরা তাকে ভালোবেসে এ নাম রেখেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।