বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কোরবানিতে পাহাড়ী গরুর কদর বেশি। রাঙামাটির কাপ্তাইয়ে কোরবানির পশুরহাটে পাহাড়ী গরু, কদরের পাশাপাশি দামও একটু বেশি নেওয়া হচ্ছে। রবিবার (৩জুলাই) কাপ্তাই নতুনবাজার ছিলো কোরবানি গরুর সাপ্তাহিক হাটবার।এ হাটে পার্বত্যঞ্চলের বিভিন্ন এলাকা হতে পাহাড়ী বিভিন্ন প্রজাতির গরু আনা হয় বিক্রয়ের জন্য। কোরবানি হাটে গিয়ে দেখা মেলে গরু ব্যাপারীরা মাইনী,মারিশ্যা,লংগদু, বাঘাইছরি,বিলাইছড়িসহ বিভিন্ন এলাকা হতে ইঞ্জিন চালিত নৌকাযোগে পশু নিয়ে আসছে। দামও হাঁকা হচ্ছে অনেক বেশি। গরু ব্যবসায়ী সালাম ও রমজান মিয়া জানান,সারা বছর যাবৎ পাহাড়ে জঙ্গলে গরু ছেড়ে দিয়ে লালন-পালন করি। পশুরা পাহাড়ের 'ন্যাচারাল' প্রাকৃতি প্রজনন ঘাস,লতাপাতা খায়ে ইষ্টু-পেষ্টু হয়ে থাকে।এদের কোন প্রকার স্বাাস্থ্যর জন্য বাহিরের ইনজেকশন প্রয়োগ করা হয়না।তাই পাহাড়ের গরুর দাম একটু বেশি। রাঙ্গুনিয়া মিরেরখীল হতে গরু ক্রয় করতে আসা মো.ইলিয়াছ বলেন নতুনবাজারে যে সকল গরু আনাহয় পাহাড় হতে তা অনেক ভালো। এসকল গরু প্রাকৃতিক ভাবে জন্মানো ঘাস ও লতাপাতা ছাড়া কিছুই খায়না।রবিবারের হাটে লাখ,লাখ টাকার পাহাড়ী গরু ক্রয়-বিক্রয় করা হয়েছে। তবে দাম কিছুটা বেশি হলেও ধারনা করা হচ্ছে ঈদের ২/৩দিন আগে দাম কিছুটা শিথিল হবে বলে ধারণা করা হচ্ছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।