Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহিষের পর গরুর সঙ্গে ধাক্কা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৯ অক্টোবর, ২০২২, ১২:০০ এএম

মহিষের পালের পর এবার গরু। গবাদি পশুর সঙ্গে আবারও ধাক্কা সদ্য চালু হওয়া বন্দে ভারত এক্সপ্রেসের। মহিষকাণ্ডের ২৪ ঘণ্টা যেতে না যেতেই শুক্রবার গান্ধীনগর থেকে মুম্বাইগামী ট্রেনটি ধাক্কা মেরেছে একটি গরুকে। তবে এ যাত্রায় ক্ষয়ক্ষতি খুব বেশি হয়নি। ধাক্কা মেরে ১০ মিনিট দাঁড়িয়ে থাকার পরেই আবার যাত্রা শুরু করে সেমি হাইস্পিড ট্রেনটি। এর আগে, গত বৃহস্পতিবার আহমেদাবাদের কাছে মহিষের সঙ্গে ধাক্কা লেগে ক্ষতিগ্রস্ত হয়েছিল বন্দে ভারত এক্সপ্রেস। স্থানীয় সময় বেলা ১১টার দিকে বাতওয়া ও মণিনগর স্টেশনের মাঝামাঝি এ দুর্ঘটনা ঘটে। এতে ট্রেনটির ধাক্কায় তিনটি মহিষ মারা যায়। ট্রেনের সামনের দিকে ইঞ্জিনের কিছু অংশও ভেঙে যায়। এ ঘটনায় মহিষের অজ্ঞাত মালিকের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই শুক্রবার ফের একই ঘটনা ঘটে গুজরাটে। মুম্বাইগামী ট্রেনটি কাঞ্জারি ও আনন্দ স্টেশনের মধ্যে একটি গরুকে ধাক্কা মারে। এর ফলে ট্রেনের সামনের অংশে দুমড়ে যায়। দুর্ঘটনা এড়াতে রেললাইনের দু’পাশে বেড়া তৈরি করা হবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। ২০২৪ সালের মধ্যে এই বেড়া তৈরির কাজ সম্পন্ন হবে। ততদিন গ্রামবাসীদের সঙ্গে ধারাবাহিকভাবে কথা বলে যাবেন রেলকর্মীরা। গ্রামের সরপঞ্চদের সঙ্গেও এ নিয়ে আলোচনা করা হবে। হিন্দুস্তান টাইমস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মহিষের পর গরুর সঙ্গে ধাক্কা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ