Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

দেয়াল নির্মাণ অভিবাসী সঙ্কটে ইতিবাচক নয় : মারকেল

ক্ষমতা গ্রহণের পর মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের ঘোষণা দেন ট্রাম্প

| প্রকাশের সময় : ১২ জুন, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মারকেল বলেছেন, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে অভিবাসী সঙ্কট সমাধানে দেয়াল নির্মাণ কোন সমাধান বয়ে আনবে না। তিনি মনে করেন, এতে কোন ইতিবাচক ফল দেবে না। মেক্সিকো সফরকালে তিনি এসব মন্তব্য করেন। স্থানীয় সময় গত শনিবার মেক্সিকোর প্রেসিডেন্ট এনরিকো পেনা নিয়েতোর সঙ্গে এক প্যানেল আলোচনায় অংশ নিয়ে মারকেল বলেন, অভিবাসী সঙ্কটের ক্ষেত্রে সবচেয়ে আগে এর মূল কারণ চিহ্নিত করতে হবে। তার মানে এটা নয় যে, দেয়াল নির্মাণ ও সংযোগ বিচ্ছিন্ন করার মাধ্যমে এ সঙ্কটের সমাধান সম্ভব। মারকেলের মতে, যখন প্রতিবেশী দেশগুলো অন্যদের সঙ্গে ভালো ও সহনশীল আচরণ করে তখন অভিবাসী সঙ্কট স্বাভাবিকভাবেই কমে যায়। তিনি বলেন, আক্রান্ত দেশগুলোর মানুষের জীবনমান উন্নয়ন ও সুযোগ নিশ্চিত করার মধ্য দিয়ে এ সঙ্কটের সমাধান সম্ভব। প্রসঙ্গত, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের পরে মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের ঘোষণা দিয়েছেন। দেশটি থেকে মার্কিন মুলুকে অভিবাসীর স্রোত ঠেকাতে তিনি এ পরিকল্পনা নিয়েছেন। যদিও মারকেল সরাসরি ট্রাম্পের নাম উল্লেখ করেননি। তবে বিশ্লেষকরা মনে করছেন তিনি পরোক্ষভাবে ট্রাম্পের এ পরিকল্পনার সমালোচনা করেছেন। মারকেল নিজেও তার উদার শরণার্থী নীতির কারণে নানা সময় সমালোচনার শিকার হয়েছেন। ট্রাম্পও তার এ নীতির তীব্র সমালোচনা করেছেন। আসছে সেপ্টেম্বরে জার্মানির সাধারণ নির্বাচনে এ ইস্যুটি তার জয়ে বড় ভূমিকা রাখবে। বিবিসি, রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মারকেল


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ