মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
জার্মানির সাবেক চ্যান্সেলর অ্যাঙ্গেলা মারকেল বলেছেন, তার ১৬ বছরের শাসনামলে রাশিয়ার সঙ্গে যে গ্যাস চুক্তি হয়েছিল তা নিয়ে তিনি মোটেই অনুতপ্ত নন। তিনি জোরালো ভাষায় বলেন, দীর্ঘ সময় ধরে মস্কো ছিল নির্ভরযোগ্য জ্বালানি সরবরাহকারী এবং তারা অন্য প্রতিযোগীদের চেয়ে কম দামে গ্যাস সরবরাহ করেছে। লিসবনে এক অনুষ্ঠানে মারকেল সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি জানান, “জার্মানি দীর্ঘদিন ধরে জ্বালানি হিসেবে কয়লার ব্যবহার থেকে দূরে সরতে চেয়েছে। এ ক্ষেত্রে কার্বনমুক্ত জ্বালানি ব্যবহারের যে লক্ষ্য ঠিক করেছিল জার্মানি, রাশিয়ার গ্যাস ছিল সেখানে শ্রেষ্ঠ উপায়। এই প্রেক্ষাপটে সে সময় রাশিয়া থেকে পাইপলাইনের মাধ্যমে গ্যাস নিশ্চত করা ছিল খুবই যৌক্তিক ও বোধগম্য বিষয়। রাশিয়ার গ্যাস ছিল বিশ্বের যেকোনো জায়গা থেকে আনা এলএনজির চেয়ে সস্তা।” ২০০৫ সালে অ্যাঙ্গেলা মারকেল ক্ষমতায় আসার পর রাশিয়ার সঙ্গে দুটি গ্যাস চুক্তি করেন। মস্কোর সঙ্গে নর্ডস্ট্রিম-১ এবং নর্ডস্ট্রিম-২ নামে দুই চুক্তিরই লক্ষ্য ছিল ইউক্রেন ও পোল্যান্ডকে এড়িয়ে রাশিয়া থেকে সরাসরি জার্মানিতে গ্যাস নেয়া। মারকেল ক্ষমতা থেকে অবসরে যাওয়ার পর ওলাফ শোলয ক্ষমতায় আসেন এবং তিনি নর্ডস্ট্রিম-২ চালু হতেই দেননি। ডিডবিøউ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।