Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ট্রাম্প মধ্যপ্রাচ্য পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছেন -মারকেল

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৩ মে, ২০১৮, ৯:৩৬ পিএম

ইরানের পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প মধ্যপ্রাচ্য পরিস্থিতিকে আরো বেশি জটিল করে ফেলেছেন বলে মন্তব্য করেছেন জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মারকেল। তিনি এই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের বেড়িয়ে যাওয়ার ট্রাম্পের সিদ্ধান্ত দুঃখজনক। শনিবার ইতালিতে শান্তি পুরস্কার গ্রহণ অনুষ্ঠানে তিনি একথা বলেন। ইয়েমেন যুদ্ধ সম্পর্কে চ্যান্সেলর অ্যাঙ্গেলা মারকেল বলেন, ইয়েমেন যুদ্ধে জড়িত দেশগুলোর কাছে অস্ত্র বিক্রি করবে না তার সরকার। ইয়েমেনের পরিস্থিতি আর সহ্য করার মতো অবস্থায় নেই। ট্রাম্পের সিদ্ধান্তের পর ইরান ও ইসরাইলের মধ্যে যে উত্তেজনা বেড়েছে সে প্রসঙ্গে জার্মান চ্যান্সেলর বলেন, এ দ্ব›দ্ব নিরসনের জন্য প্রচেষ্টা জোরদার করা জরুরি। জার্মানি বিষয়টিকে ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে বলে তিনি জানান। সিরিয়া থেকে যাওয়া বহুসংখ্যক শরণার্থী আশ্রয় দেয়ার কারণে অনুষ্ঠানে অ্যাঙ্গেলা মারকেলকে শান্তি পুরস্কার দেয়া হয়। সিরিয় শরণার্থী আশ্রয় দেয়ার সিদ্ধান্ত মারকেল এবং তার রাজনৈতিক দলের জন্য বড় রকমের ঝুঁকি ছিল। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মারকেল


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ