Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সতীর্থদের দিকে তাকিয়ে তামিম

| প্রকাশের সময় : ৯ জুন, ২০১৭, ১২:০০ এএম

টুর্নামেন্টে দুর্দান্ত শুরুর সুযোগ পেয়েছিলো বাংলাদেশ। স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে টুর্নামেন্টের উদ্বোধোনী ম্যাচে ৩০৫ রানের বড় সংগ্রহ পায় টাইগাররা। ব্যাট হাতে দুর্দান্ত এক সেঞ্চুরি করেন বাংলাদেশের ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। তার ১২৮ রান সত্বেও শেষ পর্যন্ত ম্যাচটি ৮ উইকেটে হারে বাংলাদেশ। প্রথম ম্যাচের মত দ্বিতীয় ম্যাচে ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন তামিম। প্রথম দুই ম্যাচ থেকে প্রাপ্তি কেবল তামিম ইকবালের পারফরম্যান্স ও একটি পয়েন্ট। শেষ ম্যাচ জিতলেও নিশ্চয়তা নেই আর এগোনোর। তার পরও বাতাসে উড়ছে স্বপ্নের রেণু। স্বপ্নের নাম সেমি-ফাইনাল! অস্ট্রেলিয়ার বিপক্ষে বৃষ্টির কল্যাণে পাওয়া একটি পয়েন্টই স্বপ্নের ভিত্তি। শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে হারাতে পারলে আর পরদিন ইংল্যান্ডের কাছে অস্ট্রেলিয়া হারলে শেষ চারে উঠবে বাংলাদেশ। তবে সেই স্বপ্নে বুঁদ নন ক্রিকেটাররা। বাস্তবতা সবচেয়ে ভালো উপলব্ধি করতে পারছেন তারাই।
শুধু নিজেরা জিতলেও তো হবে না, নির্ভর করতে হবে আরেক ম্যাচের ফলে! ভাবনার সীমানায় তাই সেমি-ফাইনালকে এখনই আনতে চায় না দল। তামিম ইকবাল জানালেন, দলের চাওয়া এখন কেবল নিউজিল্যান্ডের বিপক্ষে জয়, ‘অস্ট্রেলিয়ার বিপক্ষে একটা পয়েন্টের কারণেই আমরা সেমি-ফাইনালে যাওয়ার স্বপ্ন দেখতে পারছি, যদি আমরা এই ম্যাচ জিততে পারি এবং ওখানে একটা দল হারে। তবে আমরা কতটুকু যাব বা সেমি-ফাইনালে উঠতে পারবো কি না, এসব না ভেবে যদি পরের ম্যাচটি নিয়ে ভাবি, সেটাই কাজে লাগবে। সেমির কথা চিন্তা না করে ম্যাচটায় মন দিতে হবে আমাদের। ম্যাচটা জিততে হবে। জয়ের জন্য যা ঠিক ঠিক করা দরকার, সব করতে হবে। ওটা নিয়েই আমরা বেশি ভাবছি। এক ধাপ এগিয়ে ভাবতে চাই না।’
কার্ডিফের ভেন্যুও বাংলাদেশকে উজ্জীবিত করছে। কারন এই ভেন্যুতেই ২০০৫ সালে ন্যাটওয়েস্ট ট্রফিতে অস্ট্রেলিয়ার মত বিশ্বসেরা দলকে প্রথমবারের মত হারিয়েছিলো টাইগাররা। ঐ ম্যাচের ফল থেকেও নিজেদের চাঙ্গা করছে মাশরাফির দল। তাই কার্ডিফে আরও একটি জয় পেলে তা হবে বাংলাদেশের জন্য মহামুল্যবান কিছু। কারন এই জয়েই ভাগ্যের জোড়ে সেমিফাইনালের টিকিটও পেয়ে যেতে পারে টাইগাররা। তাই সতীর্থদের পার্ফরম্যান্সের দিকেও তাকিয়ে তমিম, ‘এমন একটা দলের সাথে খেলা যাদের দেশ ও বিদেশ দুই জায়গায়ই হারিয়েছি। আমরা তাই বেশ আত্মবিশ্বাসী। যদি একটা দল হিসবে খেলতে পারি আমরা, তাহলে আমারে সুযোগ থাকবে।’



 

Show all comments
  • Debnath Biplab ৯ জুন, ২০১৭, ২:৪১ এএম says : 0
    Next match e asa kori bakira o valo khelbe
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তামিম

২৬ সেপ্টেম্বর, ২০২২
১৮ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ