Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাকিস্তানে সামরিক ঘাঁটির রিপোর্ট নাকচ করেছে চীন

| প্রকাশের সময় : ৯ জুন, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : পাকিস্তানের ভেতরে চীন সামরিক ঘাঁটি প্রতিষ্ঠা করতে পারে বলে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগন যে রিপোর্ট প্রকাশ করেছে তাকে দায়িত্বজ্ঞানহীন বলে উড়িয়ে দিয়েছে বেইজিং। ওই রিপোর্টে বলা হয়েছে, বিশ্বজুড়ে সামরিক উপস্থিতি ঘটানোর পরিকল্পনা করছে চীন। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনইং গত বুধবার সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে বলেন, চীনের সামরিক তৎপরতা সম্পূর্ণভাবে শান্তিপূর্ণ এবং প্রতিরক্ষামূলক। এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা রক্ষার জন্য কাজ করে যাচ্ছে বেইজিং। তিনি দাবি করেন, চীন শুধুমাত্র শান্তিপূর্ণ পথ অনুসরণ করে থাকে। হুয়া চুনইং বলেন, জাতীয় স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখÐতা রক্ষার জন্য চীন তার প্রতিরক্ষা বাহিনী গড়ে তুলেছে যা প্রতিটি স্বাধীন রাষ্ট্রের বৈধ অধিকার। বিদেশে সামরিক ঘাঁটি গড়ে তোলার বিষয়ে পেন্টাগনের রিপোর্ট সম্পর্কে চীনা মুখপাত্র আরো বলেন, এতে মার্কিন কর্মকর্তারা সত্যের অপলাপ ঘটিয়েছেন এবং দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করেছেন। আমরা এর কঠোরে বিরোধিতা করছি। চীন-পাকিস্তান সম্পর্ক নিয়ে হুয়া চুনইং বলেন, এ দুটি দেশ পরস্পরের পুরনো বন্ধু এবং বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতাপূর্ণ সম্পর্ক রয়েছে যা থেকে দু দেশই লাভবান হচ্ছে। গত মঙ্গলবার ১০৬ পৃষ্ঠার এক রিপোর্টে পেন্টাগন বলেছে, পাকিস্তানের ভেতরে সামরিক ঘাঁটি গড়ে তোলার পরিকল্পনা করছে চীন। এছাড়া, বিশ্বের আরো যেসব দেশের সঙ্গে চীনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে সেসব দেশে ঘাঁটি গড়তে পারে। সিনহুয়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চীন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ