Inqilab Logo

শনিবার ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১, ২৯ রবিউস সানী ১৪৪৬ হিজরি

হ্যান্ডবলেও এক প্যানেল!

| প্রকাশের সময় : ১ জুন, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : দেশের ক্রীড়াঙ্গনে বিভিন্ন ফেডারেশনের  নির্বাচনকে ঘিরে টানটান উত্তেজনা থাকলেও এক প্যানেলের জোয়ার যেন কালচারে পরিণত হয়েছে। সাম্প্রতিক সময়ে যে সব ক্রীড়া সংস্থা বা ফেডারেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে তার সবগুলোতেই এক প্যানেল থাকায় প্রতিদ্ব›দ্বীতার ছিটেফোটাও চোখে পড়েনি। ফলে প্রার্থীরা সহজেই জয়ী হয়ে নিজেদের খায়েশ মিটিয়েছেন। আসন্ন হ্যান্ডবল ফেডারেশনের নির্বাচনেও একটি প্যানেলই হচ্ছে বলে নিশ্চিত হওয়া গেছে। কোন পদেই একাধিক প্রতিদ্ব›িদ্ব না থাকায় ২৪ সদস্যের কমিটিতে মনোনয়নপত্র জমা পড়েছে ২৪টিই। গতকাল দুপুরে জাতীয় ক্রীড়া পরিষদে মনোনয়নপত্র জমা দেন সহ-সভাপতি পদে হাসান উল্লাহ খান রানা, মো. নুরুল ইসলাম, চট্টগ্রামের আ ন ম ওয়াহিদ দুলাল ও গোলাম হাবিব। সাধারণ সম্পাদক পদে আসাদুজ্জামান কোহিনুরের দাঁড়ানোর সাহস কারোরই হয়নি, ফলে এই পদে তিনি যে আবার নির্বাচিত হচ্ছেন তা এক প্রকার নিশ্চিত। সহকারী সাধারন সম্পাদক পদে এসএম খালেকুজ্জামান স্বপন ও সালাউদ্দিন আহমেদ এবং কোষাধ্যক্ষ পদে জাহাঙ্গীর হোসেন নিজের মনোনয়নপত্র জমা দেন। এছাড়া ১৬ জন সদস্য পদে মনোনয়ন জমা দেন সাইফুল ইসলাম, এনাম-এ-খোদা জুলু, মকবুল হোসেন, সেলিম মিয়া বাবু, আইয়ুব আলী, নুরুল হক বিশ্বাস, মইনুদ্দিন ভূঁইয়া অপু, শেখ মো. আহসান আহমেদ অমিত, শ্রীনাথ দাস, মো, নজরুল ইসলাম নান্টু, আয়শা জামান খুকী, রেজাউল বিশ্বাস, এসএম আলম, সৈয়দ ফরহাদ হোসেন, মজিবুল হক ও শফিকুল ইসলাম। বিস্বস্ত সুত্র জানায়,  মনসুর স্পোর্টিং ক্লাবের কাউন্সিলর আহসান আহমেদ অমিত সহকারী সাধারন সম্পাদক ও সদস্য পদে মনোনয়নপত্র জমা দেন। পরে অবশ্য সহকারী সাধারন সম্পাদক পদের মনোনয়নপত্রটি তিনি প্রত্যাহার করে নেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হ্যান্ডবল


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ