Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

এবার হ্যান্ডবলে বিদেশি রেফারি

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৭ অক্টোবর, ২০২২, ১২:০০ এএম

আম্পায়ার কিংবা রেফারি নিয়ে বিতর্ক ঘরোয়া খেলাধূলায় দীর্ঘদিনের। সেই বিতর্ক থেকে মুক্তি পেতে এবার কিউট প্রিমিয়ার হ্যান্ডবল লিগে ভারতীয় রেফারি আনছে বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশন। গতকাল জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর। তিনি বলেন, ‘আগামী ১ নভেম্বর থেকে শুরু হচ্ছে কিউট প্রিমিয়ার হ্যান্ডবল লিগের খেলা। এ আসরকে সামনে রেখে দেশের হ্যান্ডবলের ইতিহাসে এবারই প্রথম বিদেশি রেফারি আনছি আমরা। চন্দন সিং ও ট্রেভর সিং নামে দু’জন ভারতীয় রেফারি আসছেন লিগ শুরুর আগেই। লিগে অনেক সময় রেফারির সিদ্ধান্ত নিয়ে ক্লাবগুলো অসন্তোষ প্রকাশ করে। এজন্য এবার বিদেশি রেফারি আনা হয়েছে।’ মৌসুমী ইন্ডাট্রিজ লিমিটেডের পৃষ্ঠপোষকতায় তিন বছর পর অনুষ্ঠিত হচ্ছে এবারের প্রিমিয়ার হ্যান্ডবল লিগ। গত দুই বছর উদ্যোগ নেয়া হলেও করোনাভাইরাসের কারণে এই লিগ আয়োজন করা হয়নি। এবার মাত্র ৭ দিনের মধ্যে লিগ শেষ হচ্ছে। লিগে অংশগ্রহণকারী ৯ দলকে দুই গ্রুপে ভাগ করা হয়েছে। ‘ক’ গ্রুপে খেলছে আরামবাগ ক্রীড়া সংঘ, ঢাকা মেরিনার ইয়াংস ক্লাব, প্রাইম স্পোর্টিং ক্লাব, ফ্লেইম বয়েজ ক্লাব ও জুরাইন জনতা ক্লাব। ‘খ’ গ্রুপের দলগুলো হলো- নারিন্দা প্রগতি বয়েজ ক্লাব, বাংলা ক্লাব, সূর্যোদয় ক্রীড়া চক্র ও মেনজিস ক্রীড়া চক্র। গ্রুপ পর্ব শেষে দুই গ্রুপের শীর্ষ দুই দল খেলবে ফাইনালে। এদিকে প্রিমিয়ার লিগের নিয়মিত দল কোয়ান্টাম ফাউন্ডেশন এবার অংশ নিচ্ছে না। করোনা পরবর্তী সময়ে কোয়ান্টাম ক্রীড়াঙ্গন থেকে কিছুটা দূরে থাকার সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: এবার হ্যান্ডবলে বিদেশি রেফারি
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ