নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় দুই বছর পর ফের মাঠে গড়াচ্ছে ফেডারেশন কাপ হ্যান্ডবল টুর্নামেন্ট। আগামী ১২ ফেব্রুয়ারি শুরু হচ্ছে ওয়ালটন ফেডারেশন কাপ হ্যান্ডবলের পুুরুষ ও নারী বিভাগের খেলা। দুই বিভাগেই অংশ নিচ্ছে চারটি করে দল। পুরুষ বিভাগে খেলছে- বাংলাদেশ পুলিশ হ্যান্ডবল ক্লাব, বাংলাদেশ আনসার, বর্ডার গার্ড বাংলাদেশ ও টিম হ্যান্ডবল ঢাকা এবং নারী বিভাগের দলগুলো হলো- বাংলাদেশ আনসার, বাংলাদেশ পুলিশ, হ্যান্ডবল ট্রেনিং সেন্টার ঢাকা ও তেঁতুলিয়া। টুর্নামেন্টের বাজেট পাঁচ লাখ ৭৭ হাজার টাকা। এর মধ্যে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন দেবে ৩ লাখ টাকা। বাকি অর্থ বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের নিজস্ব তহবিল থেকে ব্যয় করা হবে। টুর্নামেন্টের কোন প্রাইজমানি নেই। টুর্নামেন্ট হবে সিঙ্গেল লিগভিত্তিক। পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল ফাইনালে খেলবে। এই আসরটি সর্বশেষ অনুষ্ঠিত হয়েছিল ২০২০ সালে। মঙ্গলবার দুপুরে শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর। এ সময় ওয়ালটনের সিনিয়র নির্বাহী পরিচালক এফএম ইকবাল বিন আনোয়ার ডন ও টুর্নামেন্ট কমিটির সম্পাদক সেলিম মিয়া বাবু উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।